শুক্রবার , জানুয়ারি 16 2026
Breaking News

Leopard: কলাবাড়ি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী চিতাবাঘ

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Leopard: কলাবাড়ি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী চিতাবাঘ আলিপুরদুয়ার (Leopard) জেলার কলাবাড়ি চা বাগানে বন দপ্তরের পাতা খাঁচায় বন্দী হলো একটি চিতাবাঘ। জানা গেছে কয়েকদিন ধরেই চা বাগানে ঘাটি গেড়ে চিতাবাঘটি রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি করেছিলো চা বাগান ও লাগোয়া এলাকায়।চিতা বাঘের আতঙ্কে চা বাগানের কাজকর্ম বন্ধ হবার পরিস্থিতিতে চলে যায় চা বাগানের ম্যানেজার খবর দেন বন দপ্তরের কালচিনি রেঞ্জে। খবর পেয়ে বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে সোমবার রাতে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতেন চা বাগানে। ছাগল খাবার লোভে রাতেই চিতাবাঘটি খাচায় ঢুকে বন্দী হয়। মঙ্গলবার সকালে চা শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে ছুটে আসেন ও দেখতে পান খাচাবন্দী চিতাবাঘটিকে। তারা বন কর্মীদের খবর দেন। বন কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে খাঁচাসহ চিতাবাঘটিকে নিয়ে যান। বন কর্মীরা জানান স্বাস্থ্য পরীক্ষার পর চিতাবাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতা বাঘটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।