শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

AMTA: আনিসের ভাইয়ের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আমতা থানাতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের

রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া

AMTA: আনিসের ভাইয়ের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আমতা থানাতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের গতকাল রাতে আনিসের ভাইয়ের উপরে প্রাণঘাতী হামলার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে আমতা থানায় বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। মৃত আনিসের পরিবারকে বারবার নিরপত্তা দেওয়ার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে তাঁর কিছুই করা হয় নি বলেই অভিযোগ স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগের তীর স্থানীয় শাসক দলের নেতাদের দিকেই। আজকে আমতা থানাতে আইসির সঙ্গে দেখা করে আনিসের পরিবারের আইনজীবী। তিনি জানান এই ঘটনায় এফআইআর দায়ের করা হয়েছে। নির্দিষ্ট ধারাতে অভিযোগ দায়ের করা হয়েছে। ১/২২, ২৪৮, ৩২৫, ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারা লাগু করা হয়েছে গ্রামীণ হাওড়া পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করার পরে। AMTA: আনিসের ভাইয়ের উপর প্রাণঘাতী হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে আমতা থানাতে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের তিনি জানান আহতের পিতা এসে এফআইআরের কপি সংগ্রহ করা হয়েছে। সরকারের কাছে অভিযোগ জমা পড়েছে। তাঁরা এখন সরকারের সদিচ্ছা ও পদক্ষেপ নেওয়ার অপেক্ষা করছেন। এছাড়াও আনিসের বাড়িতেও তাঁরা গেছিলেন।যদিও এই মামলাতে পরিবারের অভিযোগ পুলিশ সঠিক সময়ে অভিযোগ নিতে চায়নি। পরবর্তীতে গ্রামীণ পুলিশ সুপারের সঙ্গে কথা বলে অভিযোগ দায়ের করা সম্ভব হয়েছে বলেই মৃত আনিসের পরিবার সূত্রে অভিযোগ।প্রসঙ্গত আমতার নিহত ছাত্রনেতা আনিস খানের কাকার ছেলে সালমান খানের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠলো। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে।তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ দেওয়ার চেষ্টা হয়। ঘটনায় গুরুতর আহত হন সালমান খান। সালমানের বাবা জালেম খানের অভিযোগ, রাত ১.৩০ নাগাদ বাড়ি থেকে বাথরুমে যাওয়ার সময় সালমানের অতর্কিতে হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁর ছেলের মাথায় ধারাল অস্ত্রের কোপ দেওয়ার চেষ্টা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পরে।এর আগেও হামলার অভিযোগ নিয়ে আমতা থানায় সালমান অভিযোগ করে স্থানীয় কুশবেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধান ও তৃণমূল নেতাদের বিরুদ্ধে। কিন্তু কোনও নিরাপত্তা দেয় নি আমতা থানা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।