শুক্রবার , অক্টোবর 10 2025
Breaking News

Elections 2024 Alipurduar: দুর্গম বক্সা পাহাড়ের ভোটকেন্দ্রের উদ্দ্যেশ্যে পাঁয়ে হেঁটে রওনা দিলেন ভোটকর্মীরা

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

Elections 2024 Alipurduar: দুর্গম বক্সা পাহাড়ের ভোটকেন্দ্রের উদ্দ্যেশ্যে পাঁয়ে হেঁটে রওনা দিলেন ভোটকর্মীরা আগামীকাল শুরু হতে (Elections 2024 )চলেছে বৃহত্তম গনতান্ত্রিক উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন এর প্রথম দফার ভোটগ্রহন। ভোট গ্রহন করা হবে আলিপুরদুয়ার, (Elections 2024 )কোচবিহার ও জলপাইগুড়ি লোকসভা আসনে। এই তিনটি আসনে ভোটগ্রহনের সমস্ত প্রস্তুতি শেষ। ভোটকর্মী ও নিরাপত্তা কর্মীরা নিজ নিজ ডি সি আর সি থেকে গাড়ি করে পৌঁছে যাচ্ছেন নির্ধারিত ভোট গ্রহন কেন্দ্র গুলিতে। আলিপুরদুয়ার জেলার দূর্গম বক্সা পাহাড়ে রয়েছে তিনটি ভোটগ্রহন কেন্দ্র বা বুথ। এই বুথ গুলিতে পৌঁছানোর জন্য নেই কোনো গাড়ির ব্যবস্থা কারন উঁচুনিচু সরু পাহাড়ি রাস্তায় গাড়ি চলাচলের সুবিধা নেই। ফলে ভোটকর্মী সহ নিরাপত্তাকর্মী সকলকেই পাঁয়ে হেঁটে পৌঁছাতে হবে সমুদ্রপৃষ্ঠ থেকে সাতাশশো ফুট উঁচুতে বক্সা পাহাড়ের বুথগুলিতে। এই উদ্দ্যেশ্যে পাঁয়ে হেঁটে তারা রওনা হয়েছেন ভোটকেন্দ্রে পৌঁছানোর লক্ষ্যে। জানা গেছে বক্সা পাহাড়ের তিনটি গ্রামে তিনটি বুথ রয়েছে। এখানে ডুকপা জনজাতির মানুষ বসবাস করেন। এদিন ইভিএম মেশিন সহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী সহ ভোট কর্মীরা পাঁয়ে হেঁটে চলেছেন বুথ গুলির উদ্দ্যেশ্যে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।