Breaking News

Madhumita Sarcar: মা হয়ে চমকে দিলেন টলিপাড়ার হট নায়িকা, শুরু হয়েছে বিতর্ক

“বোঝে না সে বোঝে না” মেগা সিরিয়ালের পাশের বাড়ির মেয়ের ইমেজ ছেড়ে টলিপাড়ার সাহসী অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মধুমিতা সরকার। বেশ কয়েকটি ছবিতে অভিনেত্রীর সাহসী অবতার নজর কেড়েছে নেটিজেনদের। শুধু ধারাবাহিকেই নয়, বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বাংলা ছেড়ে দক্ষিণের ছবিতে হাতেখড়ি হতে চলেছে মধুমিতার। টলিপাড়ার মিষ্টি মেয়ে পাখি এবার উড়ে যাবেন দক্ষিণে। এই মুহূর্তে মোটেই দম ফেলার সময় নেই মধুমিতার। হাতে একগুচ্ছ কাজ রয়েছে অভিনেত্রীর। এই যুগ সুত্র মারফত জেনেছে দক্ষিণী ছবিতে হাতেখড়ি হতে চলেছে মধুমিতার। ছবিতে দক্ষিণের জনপ্রিয় নায়কের বিপরীতেই তাকে দেখা যাবে। বর্তমানে একগুচ্ছ গুরু দায়িত্বও রয়েছে তার কাধে। যেমন শুটিংয়ের ফাঁকে নয়া ভাষা রপ্ত করতে হচ্ছে নায়িকাকে। ইতিমধ্যে কিছু অংশের শুটিংও করে ফেলেছেন। তবে জানেন কি মেয়ের মা হলেন টলি নায়িকা মধুমিতা সরকার। আড়ালে নয় বরং নিজের মেয়ের সঙ্গে সকলের পরিচয়ও করিয়ে দিলেন মধুমিতা। কিন্তু কবে হল এইসব ? তা নিয়েই ভক্তদের কৌতুহল তুঙ্গে। বিষয়টি একটু খোলসা করে বলা যাক। আসলে ডোনাল্ড ডাকের মতো খেলনার সঙ্গেই পরিচয় করালেন মধুমিতা সরকার আদর করে যার নাম দিয়েছেন খুশি। আর এই খুশিই এখন মধুমিতার মেয়ে।শুটিংয়ের ফাঁকে মেয়ের ছবি শেয়ার করেছেন মধুমিতা। যেখানে লেখা আমার মেয়ে খুশি। মধুমিতার এই ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তার ভক্তরা। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীও কিউট বলে মন্তব্য করেছেন। মায়ের মতো দেখতে বলেও মন্তব্য করেছেন অনেকে। তবে মেয়েকে দেখে কটাক্ষ করতেও ছাড়েননি নেটিজেনরা। মেয়ের বাবা কে এই নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। যদিও এগুলিকে মোটেই পাত্তা দেননা অভিনেত্রী। এমনকী নতুন ছবি নিয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে। জীবনের এই নতুন অধ্যায়কে আপাতত আড়ালেই রাখতে চান মধুমিতা।তবে নায়িকার অনুরাগীরা যে তার নতুন কাজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সেটা আর বলে দিতে হবে না I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।