Breaking News

Malaika Arora: সেক্সি অবতারে মালাইকার ছবি মাত করলো নেটিজেনদের, তুলনা কিম কার্দাশিয়ানের সাথে

মালাইকা আরোরা আর হটনেস যেন একে অপরের পরিপূরক Iআবারও নিজের নতুন হট অবতারে ফের শিরোনামে মালাইকা। তিনি খুব ভালোভাবেই জানেন কিভাবে অনুগামীদের মুগ্ধ করে রাখতে হয়। এই বিখ্যাত মডেল আমেরিকান সেলেব কিম কার্দাশিয়ানের মতই টাইট বডি হাগিং ট্র্যাক স্যুটে ধরা দিলেন পাপারাৎজিদের ক্যামেরার সামনে। সম্প্রতি একটি বডি-হাগিং নিউড কালার ট্র্যাক স্যুটে সমস্ত লাইমলাইট একাই ছিনিয়ে নিলেন অভিনেত্রী।বডি-হাগিং হওয়ায় মালাইকার শরীরের প্রতিটি কার্ভ ফুটে উঠছে, সঙ্গে একটি ডেনিম জ্যাকেট নায়িকাকে এক আলাদাই অনন্য লুক দিয়েছে ।এক্সেসরিজ বলতে একটি স্টাইলিশ সানগ্লাস ও একটি ফ্লিপফ্ল্প পড়েছেন অভিনেত্রী, সঙ্গে নিয়েছেন একটি ক্রিম কালারের হ্যান্ডব্যাগ।মালাইকা সম্প্রতি অর্জুন কপূরের সঙ্গে ডেট করছেন। সোশ্যাল মিডিয়ায় নানারকম ওয়ার্কআউট ও যোগার ভিডিও পোস্ট করে ফিটনেস-ফ্রিক অভিনেত্রী সকলকেই ফিটনেসে অনুপ্রাণিত করেন । ট্র্যাক প্যান্টের মধ্যে দিয়ে তাঁর টোনড সেক্সী পা গুলি ফিটনেসের প্রতি তাঁর ডেডিকেশনের প্রমাণ বহন করছে।তাঁর এই দারুন আউটফিটটি দিয়ে তিনি আবারও প্রমাণ করেছেন,তিনি সব সময়েই ইন-ট্রেন্ড এবং একজন ফ্যাশন ডিভা। আমেরিকার কিম কার্দাশিয়ানের মতনই তিনিও তাঁর বোল্ড এবং সেক্সি ফ্যাশনের জন্য সবসময়েই খবরে থাকেন।মালাইকাকে ইন্ডিয়ার কিম কার্দাশিয়ান বলাই যায় কিনা এই নিয়ে সবসময়েই সরগরম থাকে সোশ্যাল মিডিয়া । ফ্যাশন-প্রেমীদের মতে কিম ও মালাইকা একে অপরকে ফ্যাশনে সমান সমান টক্কর দিতেই পারেন।অভিনেত্রী ও মডেল মালাইকা কে নিয়ে শুরু হয়েছে এই নতুন তর্ক I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।