গত রবিবার অনুষ্ঠিত হয়ে গেল ৫৮ তম ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০২২’। কর্নাটকের ২২ বছর বয়সী মডেল সিনি শেট্টি মিস ইন্ডিয়ার খেতাব বিজয়ী হয়েছেন। তবে এই অনুষ্ঠানের রেড কার্পেট শো ছিল দেখার মতো। আর সেখানে সবার নজর কেড়ে নিয়েছেন ৪৮ বছর বয়সী মালাইকা আরোরা। সবাই জানেন তার ক্যারিয়ার শুরু মডেলিং থেকেই। যে কারণে দেশের মডেলিং ও ফ্যাশন শো গুলিতে তার আধিপত্য এখনও আছে।তবে প্রতিযোগিতার রাতেও যে তিনি সবার নজর কেড়ে নেবেন নিজের দিকে সে বিষয়ে কেউ ভাবতেও পারেনি। রেড কার্পেটে তাকে দেখা গেল গোল্ডেন কাজ করা ডোনিং এমব্রইডার্ড ড্রেসে। স্লীভলেস ও ডিপনেক এই গ্রাউনটিতে যেন ঠিকরে বেরিয়েছে মালাইকার হটনেস। সাথেই তার ড্রেসটির নিচের দিকে ট্রান্সপ্যারেন্ট যে কারণে তার শরীরের আকর্ষনীয়তা সম্পূর্ণভাবে ধরা পড়েছে ক্যামেরায়।মালাইকার এই লুক সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে উঠেছে। খোলা চুল, মেকআপ, গলায় নেকপিস্ ও সাথেই মানানসয়ী হাই হিলস পরেছেন তিনি। মিস ইন্ডিয়ার বিচারকের প্যানেলে এবার ছিলেন মালাইকা আরোরা, ক্রিকেটার মিতালি রাজ, অভিনেতা দিনো মরিয়া, ডিজাইনার রাহুল খান্না ও রোহিত গান্ধী। তবে এত লাইট ও তারকাদের মাঝে আবারো একবার জ্বলে উঠলেন মালাইকা আরোরা।নিজের থেকে বয়সে ছোট অর্জুন কাপুরের সাথে প্রেম থেকে নিজের কাজের জায়গা সব ক্ষেত্রেই মালাইকা হিট।