ফ্যাশন স্টেটমেন্টে সুপারহট তকমা রয়েছে মালাইকা আরোরার। বয়স যত বাড়ছে ততই যেন সেক্সি হচ্ছেন মালাইকা। হট পোশাকে কীভাবে শিরোনামে থাকতে হয় তা je মালাইকার চেয়ে আর ভাল কেউ জানেন না। সম্প্রতি শরীর দেখাতে গিয়ে চরম কটাক্ষের মুখে পড়েছেন অভিনেত্রী। পোশাক বিভ্রাট মালাইকা আরোরার সঙ্গে মাঝে মধ্যেই ঘটছে। প্রায়শই উদ্ভট পোশাকের কারণে ট্রোলড হন মালাইকা । সেক্সি ফিগার দেখেই নানারকম মন্তব্যে ভরে ওঠে সোশ্যাল মিডিয়ার পাতা। যদিও সেসব মন্তব্যকে মোটেই পাত্তা দিতে নারাজ অভিনেত্রী বরং নিজের মতো করে ফ্যাশন স্টেটমেন্টে ঝড় তুলছেন তিনি। কিছুদিন আগে নিয়ন রঙের সি-থ্রু পোশাকে দেখা গিয়েছে মালাইকাকে, যেখানে পোশাকের ভিতরে স্পষ্ট দেখা যাচ্ছে অন্তর্বাস, যা নিয়ে চরম ট্রোলড হয়েছেন তিনি। ৪৮-এর মালাইকার এমন সাজ দেখেই হতবাক হয়েছেন ভক্তরা। কুরুচিকর মন্তব্যে ভরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা।