জনপ্রিয় জুটি মালাইকা-আরবাজ ১৮ বছর ধরে একসঙ্গে সংসার করলেও আজ তারা আলাদা। বিয়ে ভাঙলেও ছেলের কারণেই বন্ধুত্বটা রয়েছে তাদের। বর্তমানে ছেলে আরহানকে নিয়েই থাকেন মালাইকা। অন্যদিকে বলি ইন্ডাস্ট্রিতে পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টায় আরবাজ খান ।ডিসেম্বরের শুরুতেই ডিজনি হটস্টার প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে মুভিং ইন উইথ মালাইকা ওয়েব সিরিজটি। সিরিজের শুটিংও শুরু হবে অভিনেত্রী মালাইকা আরোরার বাড়িতেই। সম্প্রতি এর দৌলতে অভিনেত্রীর বাড়ির কিছু ঝলক প্রকাশ্যে এসেছে।মুম্বইয়ের বান্দ্রায় এক বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন মালাইকা আরোরা। আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর এই ফ্ল্যাট কিনেছেন মালাইকা। বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, এই ফ্ল্যাটটি কিনতে সাড়ে ১৪ কোটি টাকা খরচ করেছে মালাইকা।মালাইকার বিলাসবহুল ফ্ল্যাটে রয়েছে ৪টে সুবিশাল বেডরুম। নিজের এর ফ্ল্যাটেই ছেলেকে নিয়ে থাকেন মালাইকা। তারা ছাড়াও আরও একজন স্পেশ্যাল অতিথি থাকেন তাদের পোষ্য ক্যাসপার। ফ্ল্যাটের প্রতিটি ঘরেই হালকা রং করিয়েছেন মালাইকা।লিভিং রুম থেকে বেডরুম-সব ঘরের জানলাই ঘরের মেঝে থেকে সিলিং পর্যন্ত ছোঁয়া। অভিনেত্রীর বসার ঘরটি বেশ ছিমছাম। খুব বেশি আসবাবপত্র রাখেননি মালাইকা। তবে ঘরকে সুন্দর করে সাজাতে বিভিন্ন ধরনের আলো লাগিয়েছেন। ফ্ল্যাটের বারান্দাও নজর কাড়ার মতো।সূত্রের খবর,মালাইকা ও অমৃতার জীবন নিয়েই তৈরি হবে এই ওয়েব সিরিজ। তাদের জীবনের গল্প নিয়েই এগোতে থাকবে গল্প ওয়েব সিরিজ হলেও এই ছবিতে থাকবে রিয়্যালিটি শো-এর ছায়া। নতুন ধরনের এই বিনোদনের নাম দেওয়া হয়েছে রিয়্যালিটি সিরিজ।এই সিরিজে মালাইকা-আরবাজ-অর্জুনকে দেখা যাবে। হালফিলে এই ধরনের সিরিজের জনপ্রিয়তা বাড়ছে। উল্লেখ্য,বলিউডের বিখ্যাত স্টার দের বউদের নিয়ে তৈরি এক রিয়্যালিটি সিরিজ ফ্যাবুলাস লাইভস অফ বলিউড ওয়াইভস সাড়া ফেলে দিয়েছিল নেটফ্লিক্সে।মনে করা হচ্ছে সেটা দেখেই বলিউডের দুই হট ডিভা মালাইকা ও অমৃতাকে নিয়ে রিয়্যালিটি সিরিজ বানানোর উৎসাহ পেয়েছেন প্রযোজকরা। আরও জানা গেছে এই সিরিজে অমৃতা ও মালাইকার ঘনিষ্ঠ বন্ধুদেরও দেখা যাবে। সেখানেই একটি পর্বে থাকবেন অর্জুন ও আরবাজ।বর্তমানে অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মালাইকা। কবে সাতপাকে বাঁধা পড়বেন তারা সেই খবরে টিনসেল টাউন সরগরম থাকলেও কেউ সেভাবে এখনও মুখ খোলেন নি। তেমনই মালাইকার সঙ্গে ডিভোর্সের পরই জর্জিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন আরবাজ খান। এই হট ডিভার ব্যাক্তিগত জীবনের গোপন গল্প যে শোরগোল ফেলবে সেটা আর বলার অপেক্ষা রাখে না I
Tags Malaika Arora
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper