গর্বের বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়ে মারলো দুষ্কৃতিরা। জানা গেছে মালদহ জেলার কুমারগঞ্জ এলাকায় সোমবার এই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতিরা। দুষ্কৃতিদের ছোড়া পাথরে গর্বের ট্রেনটির সি তেরো নম্বর কোচের দরজার কাঁচ ভেঙ্গে যায়। রেল সূত্রে জানা গেছে ট্রেনের ক্ষতি হলেও কোনো যাত্রীর আঘাত লাগেনি। বন্দে ভারত ট্রেন চালুর চতুর্থ দিনেই পশ্চিমবঙ্গের এই ঘটনা অত্যন্ত গর্হিত কাজ বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। অজ্ঞাত দুষ্কৃতিদের বিরুদ্ধে রেল একটি মামলা রুজু করেছে বলে জানা গেছে।
Vande Bharat Express MALDA: বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছুড়ে মারলো দুষ্কৃতিরা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ