মহিলাদের স্বনির্ভর করার উদ্দ্যেশ্যে মালদহ জেলা পুলিশ (MALDA) একটি সদর্থক কর্মসূচি গ্রহন করেছে। জানা গেছে মালদহ জেলা পুলিশের হবিবপুর থানার উদ্যোগে থানা চত্বরে আয়োজিত হয় মহিলাদের সেলাই, টেইলরিং ও ডিজাইন কাটিং বিষয়ে ছয়মাস ব্যাপী প্রশিক্ষন। এই প্রশিক্ষন শিবিরে থানা এলাকার পঁচিশ জন মহিলা প্রশিক্ষন গ্রহন করেন। ছয় মাসের প্রশিক্ষন শেষে মহিলাদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র ও সেলাই মেশিন। পাশাপাশি তাদের দুলক্ষ টাকা পর্যন্ত ঋন পাবার ব্যবস্থাও করে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয় মহিলারা যাতে সেলাই করে স্বনির্ভর হতে পারেন সেই লক্ষ্যেই এই উদ্যোগ। এর আগে মালদহ থানায় ত্রিশ জন মহিলাকে প্রশিক্ষন দেওয়া হয়, তারা এখন স্বনির্ভর।
MALDA: মহিলাদের স্বনির্ভর করার উদ্দ্যেশ্যে মালদহ জেলা পুলিশের উদ্যোগ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper