শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধ (MALDA)ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিনব উদ্যোগ গ্রহন করলো মালদহ জেলা পুলিশ। জেলার বিভিন্ন স্কুলে এবং জনবহুল স্থানে পথ নাটকের মাধ্যমে সচেতনতার বার্তা দিচ্ছে পুলিশ। মালদহ জেলা পুলিশ সূত্রে জানা গেছে কলকাতার একটি নাট্য সংস্থা এই উদ্যোগে সামিল হয়েছে। নাট্য সংস্থার পক্ষে ভাস্বতী মুখোপাধ্যায় জানান সোমবার তারা মালদহের ভুতনি থানার অন্তর্গত একটি স্কুলে তাদের নাটক ‘এটা কী ঠিক ‘ অভিনয় করে স্কুলের ছাত্রছাত্রীদের সচেতনতার বার্তা দেন। তাদের নাটকের মাধ্যমে শিশুদের ওপর যৌন নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতার বার্তা প্রচার করা হচ্ছে। মালদহ জেলা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।
MALDA: শিশুদের ওপর যৌন নির্যাতন বন্ধ ও বাল্যবিবাহ প্রতিরোধে নাটকের মাধ্যমে সচেতনতা প্রচারে পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ