আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের সুভাষিণী চা বাগান ময়দানে বৃহস্পতিবার আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার একগুচ্ছ সরকারি উন্নয়ন মূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প যেমন লক্ষীর ভান্ডার , আদিবাসী লোক সঙ্গীত শিল্পীদের বাদ্যযন্ত্র প্রদান, স্বাস্থ্যসাথী, জয় জোহার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভুমিহীনদের জমির পাট্টা প্রদান, রূপশ্রী প্রকল্প সহ আরও অন্যান্য প্রকল্পের উপভোক্তাদের হাতে সেই সব প্রকল্পের শংসাপত্র তুলে দেন। বিতরণ করেন সবুজ সাথীর সাইকেল। চা শ্রমিকদের জন্য আবাসন চা সুন্দরী প্রকল্পের উদ্বোধন ও করেন। প্রকল্প উদ্বোধন ও সরকারি প্রকল্পের উপভোক্তাদের হাতে শংসাপত্র তুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের জনগণের উন্নতির জন্য সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত আছে।যত বাধা আসবে সাধারণ মানুষের সেবার সংকল্প আরও মজবুত হবে। সব বাধা অতিক্রম করে উন্নয়নের মাধ্যমে মানুষের জীবন গড়ে তুলতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার। এদিনের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান কার্যত দলের কর্মীসভায় পরিণত হয়। সকাল থেকেই তিনটি জেলার বিভিন্ন এলাকা থেকে দলীয় কর্মী সমর্থক ও নেতৃত্ব সুভাষিণী চা বাগান ময়দানে জমায়েত শুরু করেন। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই পরিষেবা প্রদান কার্যত দলীয় প্রচারের কৌশল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক গন।
Mamata Banerjee Alipurduar: শত বাধা পেরিয়ে জনসাধারনের উন্নয়নে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ সরকার,সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper