মেঘালয় রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মেঘালয়ের মেন্ডিপাথারে কর্মীসভা করলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দোপাধ্যায়। বুধবার এই কর্মীসভায় রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রচুর সংখ্যক মানুষের সমাগম ঘটে। কর্মীসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন মেঘালয়বাসীর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে তৃণমূল বদ্ধপরিকর। সাধারন মানুষের সমর্থন না পেলে তা বাস্তবায়ন করা সম্ভব নয়। কর্মীসভায় বিপুল সংখ্যক মানুষের সমাগম লক্ষ্য করে তিনি বলেন সুন্দর এই পার্বত্য রাজ্যের মানুষ বিভেদকামী শক্তিকে পরিবর্তন করতে চাইছেন এবং বিকল্প হিসাবে তাদের সমর্থন তৃণমূলের পক্ষেই যাবে। এদিনের সভায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন দলের পক্ষে মেঘালয়ের ভারপ্রাপ্ত নেতা মানস ভুঁইয়া, রাজ্যসভার সংসদীয় দলনেতা ডেরেক ও ব্রায়ান , দলের মেঘালয় রাজ্য সভাপতি চার্লস পিংগ্রোপ, মেঘালয় বিধানসভায় দলনেতা মুকুল সাংমা সহ অন্যান্যরা।
Mamata Banerjee Meghalaya: বিধানসভা নির্বাচনের আগে মেঘালয়ে কর্মী সভা করলেন তৃণমূল সুপ্রীমো মমতা বন্দোপাধ্যায়
রিপোর্ট : বিশেষ সংবাদদাতা , এই যুগ, মেঘালয়