আজ দেবীপক্ষের পূর্ণ তিথিতে হাওড়া কর্পোরেশনের 50 নম্বর ওয়ার্ডের সভাপতি মাননীয় অমিত চক্রবর্তী মহাশয়ের তত্ত্বাবধানে এবছর পঁচিশ বছরে পদার্পণ করলো বস্ত্র দান উৎসব ।মা-বোনেদের হাতে তুলে দিলেন বস্ত্র প্রায় হাজার মানুষের হাতে পৌঁছে দিলেন বস্ত্র। এই বস্ত্র দান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মাননীয় মনোজ তিওয়ারি মহাশয়। তিনি অমিতবাবুর এই প্রয়াসকে সাধুবাদ জানালেন এবং অমিতবাবু দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের সৈনিক তার তত্ত্বাবধানে ৫০ নম্বর ওয়ার্ডের অলিগলি সেজে উঠেছে মানুষের স্বার্থে , এই বলে তিনি অমিতবাবুর প্রশংসা করলেন ।আজ হাওড়ার একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বর্তমান সমবায় মন্ত্রী মাননীয় শ্রী অরূপ রায় । তাকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি জানান দলের পুরনো কর্মীরাই খাঁটি সোনা , কথায় আছে ওল্ড ইজ গোল্ড বলেন অরূপ রায় মহাশয় । কিন্তু এই বস্ত্র দান অনুষ্ঠানে মন্ত্রী মনোজ তিওয়ারি কে বলা হয় আপনারা তো তরুণ তুর্কি মমতা ব্যানার্জির সৈনিক কিন্তু মাননীয় অরূপ রায় বলেছেন ওল্ড ইজ গোল্ড । আপনাদের দলে বলতে সোনা গেছে একটি গাড়ির চারটে চাকা থাকে সেরকমই তৃণমূল দলের গাড়ির সামনের দুটি চাকা হচ্ছে একটি নতুন কর্মীরা ও অপরটি পুরনো কর্মীরা । সমবায় মন্ত্রী র এই কথার উত্তরে তরুণ ক্রীড়া মন্ত্রী জানালেন উনার ভাবাবেগের কথা উনি বলেছেন , এই কথার কোন উত্তর আমি দেবো না । মনোজ তয়ারীকে প্রশ্ন করা হলে এমপি প্রসূন বন্দ্যোপাধ্যায় বালিতে একটি অনুষ্ঠানে বলেছিলেন তিনি মদন মিত্র ছাড়া কাউকেই ক্রীড়া মন্ত্রী হিসেবে চেনেন না , এই কথার উত্তরে ক্রীড়া মন্ত্রী মনোজ তিওয়ারি জানালেন তিনি বাজে কথায় কান দেন না , তিনি একজন খেলোয়াড় কোন বল কি রকম খেলতে হয় তিনি জানেন। এখন তিনি সোজা বল সোজাভাবে খেলছেন বলে জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারী মহাশয় ।
Manoj Tiwary: হাওড়ায় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে অরূপ-প্রসূনের মন্তব্যের প্রতিক্রিয়া রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া