ধূপগুড়ি পৌরসভার উদ্যোগে ধূপগুড়ি উৎসব কমিটির ব্যবস্থাপনায় সোমবার সকালে নতুন শালবাড়ি সোনাতলাহাট থেকে ধূপগুড়ি পৌর ফুটবল ময়দান পর্যন্ত দীর্ঘ প্রায় ১২ কি,মি ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।এদিন এই ম্যারাথন দৌড়ের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন ধূপগুড়ি পৌরসভার চেয়ারপার্সন ভারতী বর্মন, ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ অন্যান্য আধিকারিকরা। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেই এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিতে স্থানীয় এবং পার্শ্ববর্তী জেলার অনেক প্রতিযোগি এসেছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সাধারন মানুষ হাততালি দিয়ে ম্যারাথনে অংশ নেওয়া প্রতিযোগীদের উৎসাহিত করেন।এদিনের এই ম্যারাথনে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী তিনজনেই পার্শ্ববর্তী কালিম্পং জেলার বাসিন্দা। প্রথম হয়েছেন বিকাশ ভুজেল, দ্বিতীয় জয়ন্ত দাস এবং তৃতীয় হয়েছেন বিশাল ছেত্রী। এ বিষয়ে ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং বলেন, আজকে একটি ঐতিহাসিক দিন করোনা আবহ কাটিয়ে বহু বাধা উপেক্ষা করে ধূপগুড়ি উৎসব উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ধূপগুড়ি বাসীকে ধন্যবাদ জানাই পৌরসভার পাশে থাকার জন্য।
Marathon Race Dhupguri Municipality: বৃষ্টিকে উপেক্ষা করে অনুষ্ঠিত হল ধূপগুড়ি উৎসবের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
রিপোর্ট : রাজীব মুখার্জী , এই যুগ, জলপাইগুড়ি
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper