শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Mimi Chakraborty: ফাঁস হয়ে গেল সাংসদ অভিনেত্রীর গোপন কথা ,জানেন কি সেটা ?

তারকাদের ব্যক্তিগত জীবন জানার জন্য নেটিজেনরা সর্বদাই মুখিয়ে থাকে । তারকাদের পছন্দ-অপছন্দ সবকিছু নিয়ে জন্য কৌতুহলী ভক্তরাও। টলিপাড়ার সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী তার ভক্তদের কখনও নিরাশ করেন না। মাঝেমধ্যেই টলিপাড়ার এই নায়িকা নিজের সিক্রেট ভক্তদের সঙ্গে শেয়ার করেন । তা নিয়ে ফ্যানেদের মাঝে চর্চাও কম হয়না। এবার ফাঁস হয়ে গেল সাংসদ অভিনেত্রীর গোপন কেচ্ছা। এক বছর নাকি পরীক্ষায় ফেল করে  উত্তীর্ণ হতে পারেননি মিমি চক্রবর্তী। এবার সেই তথ্যই ফাঁস করে দিলেন অভিনেত্রীর বান্ধবী তনুশ্রী চক্রবর্তী। তবে কি সত্যিই পড়াশোনায় অমনোযোগী ছিলেন সাংসদ তারকা। এই কথা  ফাঁস হতেই অভিনেত্রী জানান, একদমই না, বরং ছোট থেকে পড়াশোনায় ভাল ছিলেন অভিনেত্রী। প্রতি বছরই ভাল ফলাফল করেই নতুন শ্রেণিতে উঠতেন।সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো -এ উপস্থিত হয়েছিলেন মিমি চক্রবর্তী, তনুশ্রী চক্রবর্তী, পার্নো মিত্র, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়রা। সেই শো-তেই পর্দার মিনি-র ছোটবেলা ও বড় হবার কথা উঠে এসেছে। ছোটবেলায় কেমন ছিলেন মিমি? অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন ছোটবেলায় প্রচন্ড দুষ্টু ছিলেন এবং তার কারণে অন্যরা মার খেতেন। এর পাশাপাশি লোকের পরোপকারের জন্য তিনি স্কুলে বিখ্যাত ছিলেন। তিনি সবসময়েই সাহায্যের হাত বাড়িয়ে দিতেন। তবে কি এই অভ্যেস থেকেই রাজনীতিতে এসেছেন মিমি। অভিনেত্রী সাফ জানিয়েছেন তিনি অনেককেই সহযোগিতা করেছেন এবং রাজনৈতিক মঞ্চ আরও সহজে সাধারণের কাছে পৌঁছে দেয়। একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ তিনি ফেলতে পারেননি। সাধারণ পরিবারের মেয়ে হয়ে আজ থেকে দীর্ঘ ১১ বছর আগে কলকাতায় এসেছিলেন মিমি। পড়তে যাবার নাম করেই বাড়িতে মিথ্যে বলে কলকাতায় এসেছিলেন মিমি। সেইখান থেকেই শুরু হয় পথচলা। আজও সেই পুরোনো দিনকে মনে করেই এগিয়ে চলছেন সাংসদ অভিনেত্রী। মাত্র ৩০০০ টাকা দিয়েই হোস্টেল খরচ থেকে কলেজ খরচ সবটা করতে হত মিমিকে। সেই টাকার মধ্যে হতো অডিশন। সব মিলিয়ে টালমাটাল অবস্থার মধ্যেই দীর্ঘ প্রচেষ্টাতে অডিশনে সুযোগ পেয়ে মডেলিং শুরু করেছিলেন মিমি। সেখান থেকে ধারাবাহিকে সুযোগ আসে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি মিমিকে। বর্তমানে যাদবপুরের মেয়ে আবার নিজের এলাকারই সাংসদ। সবসময়েই এলাকাবাসীর পাশে থেকেছেন মিমি চক্রবর্তী। প্রচলিত প্রথা ভেঙে বরাবরই তিনি গর্জে ওঠেন। একাধিক ছবিতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছেন মিমি। তৈরী হয়েছে তার নিজস্ব অনুরাগীর সংখ্যাও।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।