গতকাল পটাশপুরের জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পরিবর্তনের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, এই পটাশপুর থেকেই পরিবর্তনের হওয়া উঠবে। সোমবার কাঁকিনাড়া বাজারে উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল হিন্দি প্রকোষ্ঠের তরফে যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে এসে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পটাশপুর থেকেই বিজেপি পটাশ হবে। তাছাড়া যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যাযের নেতৃত্বে বাংলা ছাড়িয়ে ভিন রাজ্যে পাড়ি জমাবে। বিজেপির নভেম্বর-ডিসেম্বর বিপ্লব প্রসঙ্গে ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং বলেন, দলীয় কর্মীদের চাঙ্গা করতে ভোকাল টনিক দেওয়া হচ্ছে। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এমন কত বিপ্লব কেটে যাবে। বাংলায় কিছুই হবে না। এদিন কেক কেটে যুবরাজের জন্মদিন পালন করা হয়। পাশাপাশি এক হাজার দরিদ্র মানুষজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল। এই সেবামূলক কর্মকান্ডের অন্যতম উদ্যক্তা উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল সমর্থিত হিন্দি প্রকোষ্ঠের সভাপতি অমিত গুপ্তা। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও সাংসদ অর্জুন সিং ছাড়াও হাজির ছিলেন বিজপুর বিধায়ক সুবোধ অধিকারী, ভাটপাড়ার উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ, পুরপিতা লালন চৌধুরী, দেবপ্রসাদ সরকার, তৃণমূল নেতা মন্নু সাউ, দীপক সাউ প্রমুখ।
Chandrima Bhattacharya: পটাশপুর থেকে বিজেপি পটাশ হবে বললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য
রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper