10/06/2022 তারিখে খুবই মর্মান্তিক মৃত্যু ঘটে শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৪৯ নম্বর ওয়ার্ডের দাসনগরের বাসিন্দা রিমা সিংয়ের। আজ তার মা ও বাবা অরুন সিংয়ের হাতে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা ক্রীড়া ও যুব কল্যাণ প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয় দেড় লক্ষ টাকা তুলে দিলেন নিজের হাতে। রিমা সিংয়ের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে মনোজ তিওয়ারি কথা দিয়েছিলেন আজ কথা রাখলেন। বিধায়ক মহাশয় জানিয়ে দিলেন তার ভাইয়ের চাকরি খুব শীঘ্রই হয়ে যাবে।রিমা সিং এর বাবা অরুন সিং ও তার মা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক মনোজ তিওয়ারি মহাশয়ের কাছে তারা খুবই কৃতজ্ঞ । তারা যা হারাবার হারিয়েছে কিন্তু দিদি মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক মনোজ তিওয়ারি যেভাবে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন, তা ভাষায় প্রকাশ করা যাবে না।
Manoj Tiwary: কথা দিয়ে কথা রাখলেন বিধায়ক মনোজ তিওয়ারি
রিপোর্ট : মহাশীষ রায় , এই যুগ, হাওড়া