সৌন্দর্য অমলিন আর চিরন্তন (Monami Ghosh) এই প্রবাদটা যেন মনামী ঘোষ এর ক্ষেত্রে প্রযোজ্য। দিনে দিনে তাঁর বয়স যেন কমেই চলেছে। বিগত কয়েক বছর ধরে তিনি এমনটাই সুন্দরী রয়েছেন ।
কখনও বাহারি বিকিনিতে কখনও আবার মনোকিনিতে
(Monami Ghosh)সিরিয়াল, সিনেমা, ওয়েব সিরিজ়— তিনটি মাধ্যমেই চুটিয়ে কাজ করে চলেছেন তিনি। একটি নাচের রিয়্যালিটি শো-এ বিচারকের আসনেও দেখা গিয়েছিল তাঁকে। কয়েক দিন আগে ছিল মনামীর জন্মদিন। এই বিশেষ দিনটা পালন করতে তিনি উড়ে গিয়েছিলেন বিদেশে। সেখানে নানা রকম ছবিত ধরা দিয়েছেন অভিনেত্রী। (Monami Ghosh) কখনও বাহারি বিকিনিতে কখনও আবার মনোকিনিতে।
কটাক্ষএর শিকার মনামী
(Monami Ghosh) বুধবার একটি সাদা বিকিনিতে সমুদ্রস্নানের একটি ছবি পোস্ট করেছিলেন মনামী। সেই ছবি পোস্ট করতেই হল বিপত্তি। সাদা বিকিনিতে অভিনেত্রীকে দেখে মোটেই পছন্দ হয়নি দর্শকের একাংশের। তাই তো নানা ধরনের মন্তব্য জমা হতে থাকে ছবির মন্তব্য বাক্সে। কেউ লিখেছেন, “সাদা রঙের এমন হাগিস পরেছেন কেন?” আবার অনেকের মন্তব্য, “আপনার এই বিকিনিটি অনেক দিনের পুরনো মনে হচ্ছে তো।” এক জনের বক্তব্য, “এটা হাগিস তো!” অভিনেত্রীর তরফ থেকে অবশ্য কোনও বক্তব্য আসেনি।
গুরুত্ব দিতে নারাজ অভিনেত্রী
সমাজ মাধ্যমের নানা মন্তব্যে কিন্তু (Monami Ghosh) অভিনেত্রী খুব একটা গুরুত্ব দিতে নারাজ। তিনি নিজের মতোকরে কাজ করে চলেছেন। সম্প্রতি তিনি শেষ করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবির শুটিং। মৃণাল সেনের জীবনীকে বড় পর্দায় তুলে ধরবেন পরিচালক। এই ছবিতে মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে দেখা যাবে মনামীকে। এছাড়াও আরো অনেক নতুন কাজ নিয়ে ব্যাস্ত অভিনেত্রী। তাঁর জন্মদিনে অবশ্য ছবি নিয়েই সরগরম ছিল সোশ্যাল মিডিয়া। তবে তির্যক মন্তব্যগুলো নায়িক তাঁর মিষ্টি হাসি দিয়ে সোজা বাউন্ডারীর বাইরে পার করে দিয়েছে।