টলিপাড়ার অভিনেত্রী মনামী ঘোষকে (Monami Ghosh) নিয়ে নেটমাধ্যমে চর্চার শেষ নেই ।(Monami Ghosh) সদ্যই ৩৮-শে পা দিলেন এই টলি অভিনেত্রী ।জন্মদিনটা ভীষণ স্পেশ্যাল অভিনেত্রীর জন্য। তার এবারের জন্মদিনটা একটু অন্যরকম ভাবে সেলিব্রেট করেছেন অভিনেত্রী। হাজারো ব্যস্ততার মাঝে সময় বার করে জন্মদিন সেলিব্রেট করতে ব্যাংককে উড়ে গেছেন মনামী ঘোষ। বিদেশের মাটিতেই জন্মদিনটা সেলিব্রেট করেছেন মনামী ঘোষ। ব্যাংকক থেকে একের পর এক ছবি শেয়ার করে নেটপাড়ায় উত্তাপ বাড়িয়েছেন মনামী ঘোষ। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নীল রঙের বিকিনি পরে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন টলি সুন্দরী।( Monami Ghosh)হট কোমরের ভাঁজে শরীরী নেশায় বুঁদ হয়েছেন ভক্তরা। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।নীল রঙের বিকিনির উপর ট্রান্সপারেন্ট একটি শ্রাগ পরেছেন মনামী । ইয়টের উপর কোকের ক্যান হাতে নিয়ে ছবিতে পোজ দিয়েছেন নায়িকা। বিকিনির সঙ্গে টেনে বাঁধা চুল, চোখে সানগ্লাস এবং কানের বড় দুল আপ গর্জিয়াস করে তুলেছে মনামীকে। হট ফিগার ফ্লন্টস করে ভক্তদের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন তিনি । অভিনেত্রীর সৌন্দর্যর উষ্ণতায় পুড়ে ছাই নেটিজেনরা। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সর্বদাই হটকে কিছু করেই চলেছেন টলিপাড়ার হট এই নায়িকা। (Monami Ghosh) টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় সবার আগেই রয়েছেন মনামী ঘোষ। নেটদুনিয়ার হট সেনসেশন মনামী ঘোষের ছবি দেখার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন ভক্তরা। ভক্তদের ধরে রাখতে নিয়মিত কিছু না কিছু করেই থাকেন মনামী। সোশ্যাল মিডিয়াতেও প্রচন্ড অ্যাক্টিভ টলি নায়িকা । অভিনেত্রীর অ্যাটিটিউটে মুগ্ধ সাইবারবাসী।
Tags Monami Ghosh
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper