শুক্রবার , ডিসেম্বর 13 2024
Breaking News

Arjun Singh: শুধু রাজনীতি করলে চলবে না, মানুষের জন্য কাজ করতে হবে কর্মীদের বার্তা সাংসদ অর্জুন সিংয়ের

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Arjun Singh: শুধু রাজনীতি করলে চলবে না, মানুষের জন্য কাজ করতে হবে কর্মীদের বার্তা সাংসদ অর্জুন সিংয়ের শুধু রাজনীতি করলে চলবে না। মানুষের জন্য কাজ করতে হবে। সোমবার গরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবস উদযাপনে হাজির হয়ে দলীয় কর্মীদের এমনই বার্তা দিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। শিক্ষক দিবস পালনের পাশাপাশি এদিন রক্তদান শিবির ও চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করা হয়েছিল। উক্ত অনুষ্ঠানের অন্যতম উদ্যক্তা তৃণমূল নেতা তথা গারুলিয়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পঙ্কজ দাস। সাংসদ অর্জুন সিং ছাড়াও হাজির ছিলেন উত্তর ২৪ পরগনা তৃণমূল যুব সভাপতি দেবরাজ চক্রবর্তী, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ,।গারুলিয়া ও ব্যারাকপুর পুরপ্রধান রমেন দাস ও উত্তম দাস, তৃণমূল নেত্রী সোনালী সিংহ রায়, বিশিষ্ট সমাজ সেবিকা জুহি চক্রবর্তী দে, প্রমুখ। আজকের এই বিশেষ দিনে কাঁকিনাড়ার বাঁশবাগান কলোনির নবদ্যম স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে ইছাপুর অশোকনগরে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অবৈতনিক স্কুলের বাচ্চাদের হাতে শিক্ষাসামগ্রী, লজেন্স ও বিস্কুট তুলে দেওয়া হয়। তাছাড়া ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষিকাদের চারাগাছ ও মেমেন্ট দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ওয়েস্ট বেঙ্গল তৃণমূল প্রাইমারি টিচার্স এসোসিয়েশনের ভাটপাড়া সার্কেলের পক্ষ থেকে কাঁকিনাড়ার সুন্দিয়া মাঠ সংলগ্ন নিবেদিতা বাস্তুহারা বিদ্যামন্দিরে সাড়ম্বরে শিক্ষক দিবস পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক বিজেশ প্রসাদ, ভাটপাড়া সার্কেলের সভাপতি মদম্মদ বসির, শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক ও চিফ এডভাইজার যথাক্রমে রিতেশ সিং ও সাগর সাউ। এছাড়া উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার সিআইসি অমিত গুপ্তা, পুরপিতা জিতু সাউ, তৃণমূল নেতা প্রিয়াঙ্কু পান্ডে, সঞ্জয় সিং, মন্নু সাউ প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।