বৃহস্পতিবার , জুলাই 31 2025
Breaking News

Jalpaiguri: বাংলা বছরের শেষ দিন সাংসদ ডাঃ জয়ন্ত রায় কাটালেন ময়নাগুড়িতে

রিপোর্ট : দেবব্রত সেন , এই যুগ, জলপাইগুড়ি

Jalpaiguri: বাংলা বছরের শেষ দিন সাংসদ ডাঃ জয়ন্ত রায় কাটালেন ময়নাগুড়িতে  বাংলা বছরের শেষ দিন (Jalpaiguri) জলপাইগুড়ি সাংসদ ডাঃ জয়ন্ত রায় কাটালেন ময়নাগুড়িতে। প্রথমে ময়নাগুড়ির “বাবা জল্পেশ হিমঘর পরিদর্শন করেন। সুত্রের খবর জল্পেশ হিম ঘরের ছাদ ফেটে বিষাক্ত গ্যাসে নির্গত হয়, তাতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। হিমঘরের সারাই ও শ্রমিক বিষয় প্রয়োজনীয় ব্যাবস্থা আলোচনা করেন মালিক পক্ষের সাথে। সঙ্গে ছিলেন বিজেপি জেলা সাধারণ সম্পাদক দধিরাম রায় ও জেলার সহ সভাপতি চঞ্চল সরকার।পরবর্তীতে সাংসদ যোগ দেন রাজবংশী ধর্ম ও কৃষ্টি সংস্কৃতির ” শিরুয়া বিশুয়া ” অনুষ্ঠানে ময়নাগুড়ির রথের হাটে। সাংসদের সাথে ছিলেন অধ্যাপক ও লেখক, গবেষক ডঃ দীপক কুমার রায়, চিত্র পরিচালক তপন রায়, লক্ষীকান্ত রায়, শিলাজিত রায়সহ সংস্কৃতির বিশিষ্ঠ জনেরা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।