শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Naihati: লটারির মাধ্যমে নৈহাটিতে হকার ভাইদের পুনর্বাসন দেওয়া হল

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Naihati: লটারির মাধ্যমে নৈহাটিতে হকার ভাইদের পুনর্বাসন দেওয়া হল অবশেষে ৪৭ বছরের সমস্যার অবসান ঘটলো। নৈহাটির অরবিন্দ রোডের ১৭৪ জন হকার ভাইকে লটারির মাধ্যমে পুনর্বাসন দেওয়া হল নবনির্মিত হকার্স মার্কেটে। রবিবার সন্ধেয় এক অনুষ্ঠানের মাধ্যমে হকার ভাইদের হাতে নতুন দোকান ঘরের চাবি তুলে দেওয়া হল। এদিন পুনর্বাসন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং, পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া, রাজ্যের সেচ মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, নৈহাটির পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়-সহ বিশিষ্ট জনেরা। এদিন সাংসদ অর্জুন সিং বললেন, অরবিন্দ রোডের হকারদের সমস্যা ছিল বহুদিনের। কিন্তু নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক ও পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের উদ্যোগে সেই সমস্যার পাকাপাকি সমাধান হল। হকার ভাইয়েরা জায়গা পেলেন নতুন হকার্স মার্কেটে। আগামীদিনে এখানে ব্যবসার আরও প্রসার ঘটবে বলে জানালেন সাংসদ অর্জুন সিং। আগামী তিন বছরের মধ্যে নতুন মার্কেটের হাল বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।