Breaking News

Naihati: নৈহাটিতে আরবিসি রোডে লাইট পোস্টে প্যাচানো গুচ্ছ তারে আগুন, আতঙ্কে ব্যবসায়ীরা

রিপোর্ট : বিশ্বজিৎ নাথ , এই যুগ, ব্যারাকপুর

Naihati: নৈহাটিতে আরবিসি রোডে লাইট পোস্টে প্যাচানো গুচ্ছ তারে আগুন, আতঙ্কে ব্যবসায়ীরাবুধবার ভোর রাতে আচমকা আগুন লাগে নৈহাটির আরবিসি রোডে বোম্বে ডাইং প্রতিষ্ঠান লাগোয়া একটি লাইট পোস্টে প্যাচানো একগুচ্ছ তারে। দাউদাউ করে আগুন দেখে স্থানীয় কয়েকজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন এসে আধঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে আরবিসি রোডের ওপর ঘিঞ্জি মার্কেটের সামনে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত ব্যবসায়ীরা। প্রসঙ্গত, তিনবছর আগে ওই লাইট পোস্টের প্যাচানো তারে আগুন লেগেছিল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।