দুর্গোৎসব দীপাবলি ভাতৃদ্বিতীয়া উৎসব সম্পন্ন হওয়ার পর সনাতন হিন্দু ধর্মের প্রথা মেনে শুরু হলো ছট পুজো বা সূয্র্য পুজো এই পুজোতে কঠিন ব্রত পালন করার প্রচলন আছে বিহার ও উত্তর প্রদেশের মানুষের মধ্যে। এরা সারা দেশের যেখানেই বসবাস ‘করে সেখানেই এই ব্রত পালন করে থাকে। ছটপুজো দিন দিন উৎসবে পরিণত হচ্ছে। বর্তমানে এই পুজোয় সকল সম্প্রদায়ের মানুষ সামিল হচ্ছে। হিন্দু সম্প্রদায় ছাড়াও মুসলিম সম্প্রদায়ের মানুষকেও দেখা গেল এই পুজো করতে। হাওড়ার টিকিয়া পাড়ার মুসলিম পাড়ায় বেশ কিছু মুসলিম পরিবারকে ছট পুজোর ব্রত করতে দেখা গেল। আর সেখানেই আর্থিক দিক থেকে পিছিয়ে পরা পরিবারদের পুজোর সামগ্রী যেমন ফল, মূল, নতুন বস্ত্র ইত্যাদি তাদের হাতে তুলে দিলেন মুসলিম পাড়া ক্লাবের সম্পাদক অজিত মিশ্র। অজিত বাবু বলেন ধর্ম যার যার উৎসব সবার তিনি বলেন মাননীয় ক্রিয়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নির্দেশে তিনি এই কর্মযজ্ঞে শামিল হয়েছেন এ বছর। দুঃস্থ মানুষের কাছে পৌঁছে যেতে সহযোগিতা করেছেন মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয় । তিনি যতদিন জীবিত থাকবেন সর্ব ধর্মের মানুষের মধ্যে তিনি এভাবেই নিজেকে বিলিয়ে দেবেন বলে জানালেন।পাশাপাশি হাওড়া দাসনগর এর বিশিষ্ট সমাজসেবী সাগর সিং মহাশয় ও সারা বছরই দুস্থ মানুষদের সেবায় নিজেকে নিয়োজিত রাখেন।ছট পূজার ব্রত হওয়া মানুষেরা জানালেন মন্ত্রী মনোজ তিওয়ারি মহাশয় এর দীর্ঘায়ু কামনা করবেন ছট মায়ের কাছে । অজিত মিশ্র মহাশয় ভোরবেলা পূর্ণার্থী দের উদ্দেশ্যে গঙ্গার ঘাট কে পরিষ্কার করে রেখেছেন । আজ এই দিনটিত নিষ্ঠার সাথে পালিত হচ্ছে সারা ভারতজুড়ে । সর্ব ধর্মের মানুষ এই উৎসবকে নিজেদের উৎসব বলে মেনে নিয়েছেন। সমাজসেবী অজিত মিশ্র ও সাগর সিং মহাশয় সেই জন্য সবার উদ্দেশ্যে কর জোরে অনুরোধ করেছেন এই দিনগুলো যেন সবাই মিলে শৃঙ্খলার সাথে আইন মেনে উৎসব পালন করেন ।
Howrah: ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির নিদের্শ ও সহযোগিতায় ছট পুজো উপলক্ষে টিকিয়া পাড়ার গরীব পরিবারগুলোর হাতে তুলে দেওয়া হল নতুন বস্ত্র ও পুজোর সামগ্রী
রিপোর্ট : শুভাশীষ দত্ত , এই যুগ, হাওড়া
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper