খেলাধুলায় দেশের প্রতিভা (Agnimitra Paul) প্রকাশের সেরা মঞ্চ খেল ইন্ডিয়া ” কে অঙ্গীকার করে নিজ বিধানসভা এলাকার খেলা প্রেমী ছোট ছোট ছেলেদের হাতে ফুটবল-ক্রিকেট ব্যাট বল সহ খেলার সামগ্রী তুলে দিয়ে তাদের মুখে হাসি ফোটালেন বাংলার মহিলাদের ভরসার মানুষ তথা আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পাল।
(Agnimitra Paul) এদিন আসানসোল দক্ষিণ বিধানসভার বরাচক বরিংডাঙ্গা ও রাধানগর রেল গেট এলাকায় ছোট ছোট ছেলেদের হাতে খেলার সামগ্রী তুলে দেন । খেলার সামগ্রী পেয়ে খুশি এলাকার খেলা প্রেমী ছেলের দল । প্রসঙ্গত – খেলাধুলায় দেশের বিভিন্ন প্রান্তের সকল স্তরের প্রতিভা প্রকাশে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের খেল ইন্ডিয়া র জনপ্রিয়তা দেশের ভিতর ও বাইরে প্রশংসা অর্জন করেছে । এই বিষয়কে অঙ্গীকার করে ছোট ছেলেদের খেলার বিষয়ে উৎসাহ দিতে এদিন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পালের এ রুপ ভাবনা বলে মনে করছে রাজ্যের খেলা প্রেমী সকল স্তরের মানুষেরা।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper