Breaking News

Nora Fatehi: হট অ্যান্ড বোল্ড নোরার জাদুতে মুগ্ধ নেটদুনিয়া

বলিউডের আইটেম গার্লের মধ্যে অন্যতম ডান্সিং ডিভা নোরা ফতেহি। তার নজরকাড়া পোশাকে ভক্তদের ঘুম কাড়লেন নোরা ফতেহি। এই ডিভা নাচের থেকেও বেশি চর্চিত হন, রূপ, পোশাক এবং মারকাটাড়ি ফিগারের জন্যই। সোশ্যাল মিডিয়াতেও সেনসেশন নোরা ফতেহি।বর্তমানে, নোরা ফতেহি বলিউডের একজন হট নাম। তাঁর ফিগার এবং পোশাক-আশাক সবটাই যেন নেটদুনিয়ার চর্চিত বিষয়! তাঁর হট ফিগারের জাদুতে মুগ্ধ গোটা দেশ! বিদেশের মাটিতেও তাঁর ব্যাপক খ্যাতি। তিনি যেমন সুন্দরী তেমনি হট এবং বোল্ড।কিছুদিন আগেই অবশ্য নোরা ফতেহি সমালোচিত হয়েছিলেন নেটদুনিয়ায়। যদিও তাঁর পোশাক নিয়ে বিপাকে পরা এই প্রথম নয়। সেই সময়ে তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। যেখানে, তাঁকে দেখা গিয়েছিল একটি শাড়ি পরে শুটিং ফ্লোরে ঢুকতে। আর অভিনেত্রীর ওই শাড়িটি ধরেছিলেন তাঁর বডিগার্ডরা। যা অত্যন্ত দৃষ্টিকটু লেগেছিল নেটিজেনদের। সবাই প্রশ্ন তুলেছিলেন যে, নোরা তাঁর বডিগার্ডদের চাকরের মত দেখে। তবে নোরা কোনো সমালোচনাতেই দমে যাওয়ার পাত্রী নন।এবার সোশ্যাল মিডিয়ায় তাঁর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে । যেখানে তাঁকে দেখা গেল, নিওন হলুদ রঙের একটি হাঁটু পর্যন্ত ড্রেসে। ড্রেসটি প্রকৃতপক্ষে, একটি করসেট ড্রেস। ড্রেসটির শোল্ডার ডিটেলিং নজরকাড়া। আর ড্রেসটি বডিকন হওয়ার কারণে ফুটে উঠেছে নোরার শরীরের কার্ভ।এই পোশাকের সঙ্গে একই রঙের স্টিলেটো পরেছেন নোরা। আবার তিনি হাতে নিয়েছেন একটি সবুজাভ সোনালি রঙের ব্যাগ। সঙ্গে ন্যুড মেকআপে নিজেকে মুড়িয়েছেন নোরা। আর এই ভিডিওটি দেখে সোশ্যাল মিডিয়া একেবারে টগবগিয়ে ফুটছে, তাঁর হটনেসে ক্লিনবোল্ড তাঁর অনুগামীরা!।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।