Breaking News

Nora Fatehi: সেলস গার্লের চাকরি থেকে বলিউডের অন্যতম আইটেম ডান্সার জেনেনিন নোরা ফাতেহির জীবন সংগ্রামের ইতিহাস

নোরা ফতেহি নামটার সাথে নাচ আর হটনেস মিলেমিশে একাকার I তার লাস্যময়ী শরীরের ভঙ্গিতে মাতোয়ারা দর্শককূল Iবলিউডের অন্যতম আইটেম ডান্সারও তিনি। একসময় বলিউডের আইটেম ডান্সারের কনসেপ্ট উঠে গিয়ে নায়িকারাই আইটেম ডান্স করতে শুরু করেছিলেন। কিন্তু নোরা আবারও সেই কনসেপ্টকে ফিরিয়ে নিয়ে আসেন।বর্তমানে একাধিক ফিল্মে আইটেম ডান্স করে তিনি রীতিমত বিখ্যাত I এর পাশাপাশি চলতি বছর ‘আইফা’-র মঞ্চ তার নাচ দিয়ে মাতিয়েছেন নোরা। কিন্তু নোরার যাত্রাপথ কোনোদিন এত সহজ ছিল না।বিগ বসের ঘরে এসে নোরা জানিয়েছিলেন তাঁদের পরিবারের আর্থিক অবস্থা কোনোদিন ভালো ছিল না। পেটের তাগিদে একসময় বেলি ডান্সকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন তিনি।কিন্তু বাড়িতে বলিউডের নাচ ও গান ছিল অন্য সাধারণ পরিবারের মতোই নিষিদ্ধ। অর্থাভাব একসময় এতটাই প্রকট হয়ে পড়ে, স্কুল ছাড়তে হয় নোরাকে।তখন সবেমাত্র দশম শ্রেণী পাশ করেছেন নোরা। মাত্র ষোল বছর বয়সে সংসার চালাতে একটি শপিং মলে সেলস গার্লের চাকরি নিয়েছিলেন তিনি। তবে তার পাশাপাশি প্রাইভেটে নোরা পড়াশোনা চালাতে থাকেন Iসেই খারাপ সময় কাটিয়ে নোরা এখন বি-টাউনের প্রথমসারির অভিনেত্রী ও অসংখ্য অনুরাগীর চোখের মণি I

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।