শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

North 24 Parganas: কথা দিয়েছিলেন ,কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় , ১০০ দিনের প্রকল্পের টাকা দিতে এগিয়ে আসলো এবার রাজ্য সরকার

রিপোর্ট : হাসানুজ্জামান , এই যুগ, উত্তর ২৪ পরগনা

রাজ্যের একাধিক প্রকল্পের (North 24 Parganas) টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার বারবার রাজ্যে দাবি করেছে কেন্দ্রের কাছে তাদের বরাদ্দ টাকা ১০০ দিনের প্রকল্পের সহ একাধিক প্রকল্পের টাকা তুলে দিক রাজ্য সরকারের হাতে।(North 24 Parganas) কেন্দ্রের বঞ্চনার প্রতি একাধিক আন্দোলন কর্মসূচি প্রতিবাদ বিক্ষোভ তাতেও দিল্লির কর্ণপাত না হয় আর্থিক সাহায্য থেকে বঞ্চিত হচ্ছে বাংলার খেটে খাওয়া মানুষ। আজও পর্যন্ত রাজ্যের পাওনা টাকা কেন্দ্র দেয়নি। যেসব উপভোক্তরা প্রকল্পের টাকা পায়নি তাদের হাতের পারিশ্রমিক হিসেবে তাদের বকেয়া দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।North 24 Parganas: কথা দিয়েছিলেন ,কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় , ১০০ দিনের প্রকল্পের টাকা দিতে এগিয়ে আসলো এবার রাজ্য সরকার
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভাপতি ও তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমার সাংসদ কোটার টাকা, ১০০ দিনের প্রকল্পের উপভোক্তা যারা আজও পর্যন্ত পাননি তাদের হাতে তুলে দেয়া হবে।

এই শুনে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেন উপভোক্তাদের টাকা রাজ্য সরকার তাদের হাতে তুলে দেবে। ১০০ দিনের প্রকল্পের পাওনা টাকা পেয়ে রীতিমতো খুশি বসিরহাটের ১ নম্বর ব্লকের নিমদাড়িয়া কোদালিয়া গ্রাম পঞ্চায়েতের ভারত ও বাংলাদেশ সীমান্ত বর্তি লাগোয়া, কোদালিয়ার, ঘুসুড়ি, সাকচুড়া ,গোলাই চন্ডী শংকরপুর সহ একাধিক গ্রামে যেসব উপভোক্তারা ছিল নিমদাড়িয়া কোদালিয়া পঞ্চায়েতের প্রধান সাহারাপ মন্ডল সহ দলীয় নেতৃত্বরা একশ দিনের প্রকল্পের টাকা তাদের হাতে সেই বরাদ্দ তুলে দেন রীতিমতো খুশি গ্রামের মানুষ। উপভোক্তা চাইছেন দ্রুত কেন্দ্র সরকার তাদের প্রকল্পের পাওনা বকেয়া টাকা দিয়ে দিক রাজ্যকে। তাহলে আমরা উপকৃত হব এবং সামাজিক ও সুস্থ ভাবে জীবন যাপন করতে পারব।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।