উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) বসিরহাট মহকুমার বসিরহাট থানার শাকচুড়া বাজার এলাকার ঘটনা। (North 24 Parganas)বেশ কয়েকদিন ধরে শাকচুড়া বাজার এলাকায় চুরি হচ্ছিল ব্যবসায়ীদের বিভিন্ন দোকানে এই নিয়ে রীতিমতো ধন্দ্বে পড়েছিল পুলিশ ও ব্যবসায়ীরা। তারপর বেশ কয়েকটি দোকানের বিশেষ করে মোবাইলের দোকান সহ বিভিন্ন দোকানে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুই চোরকে সনাক্ত করে। আজ শনিবার ব্যবসায়ীরা ওৎপেতে ছিল দুপুর একটা নাগাদ যখন ওই দুই চোর দোকানে চুরি করতে যায়। সেই সময় হাতে নাতে পাকড়াও করে ব্যবসায়ীরা। তারপর তাদেরকে ল্যাম্পপোস্টে বেঁধে গণ পিটুনি দিতে শুরু করে। খবর পেয়ে ঘটনা স্থলে বসিরহাট থানার পুলিশ যায় গিয়ে তাদেরকে উদ্ধার করে আটক করেছে পুলিশ। ইতিমধ্যে পুলিশি জেরার মুখে পড়ে চুরির কথা স্বীকারও করেছে ওই দুই দুষ্কৃতী।
North 24 Parganas: দিনে দুপুরে হাটে বাজারে চুরি ,হাতেনাতে পাকড়াও করে দুই চোরকে গণপিটুনি এলাকাবাসীর
রিপোর্ট : হাসানুজ্জামান , এই যুগ, উত্তর ২৪ পরগনা
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper