টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির চর্চিত নায়িকা হলেন সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কিছুতেই বিতর্ক যেন পিছু ছাড়ে না এই সাংসদ অভিনেত্রীর। টলিপাড়ার অলিতে-গলিতে নুসরতকে নিয়ে চর্চা যেন লেগেই রয়েছে। আসলে বিতর্ক কে তিনি যেভাবে বুড়ো আঙুল দেখাচ্ছেন, তা অনেকের কাছেই হিংসার বিষয়। ঠিক কতটা সাহসী হলে এমন করা যায় তা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন সাংসদ তারকা নুসরত জাহান। প্রতিনিয়ত ছক ভাঙতে সিদ্ধহস্ত নুসরত ফের সকলকে চমকে দিয়েছেন I ভক্তদের ধরে রাখতে প্রতিদিনই কোন না কোনও চমক দিয়েই চলেছেন এই নায়িকা।সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় হট অবতারে ছবি পোস্ট করে করেছেন নুসরত। কালো রঙের কাধখোলা লং গাউনে নুসরতকে দেখে সকলেই হতবাক। ব্রালেট স্টাইলের গাউনের বক্ষের একাংশ উন্মুক্ত, সাংসদ অভিনেত্রীর সেক্সি অ্যাটিটিউটে পাগল ভক্তরা। কোনও কিছু করেই হোক বা না করেই হোক সংবাদের শিরোনামে সবসময়ই থাকেন নুসরত জাহান। নীতি পুলিশদের চোখরাঙানিকে পাত্তা না দিয়ে তিনি বাঁচেন নিজের শর্তে। নিজেকে ভাল রাখার জন্য যা যা করা দরকার সবটা করতে রাজি অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় সেক্সি হট সিজলিং লুকে ছবি পোস্ট করে ঝড় তুলেছেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সেই ছবি।নুসরতের হট ছবিতে কমেন্টে ভোরে গেছে সোশ্যাল মিডিয়ার পাতা। নেটিজেনদের মধ্যে কেউ কেউ তাকে বলছেন সুপারহট তো কেউ বলছেন মহিনী। তবে নুসরতকে ট্রোলিং করতেও ছাড়েননি ট্রোলাররা। কেউ বলেছেন ডিমের পেটি পরে নিয়েছেন নাকি। পোশাক দেখেই নোংরা মন্তব্যে ভরিয়ে দিয়েছেন নেটিজেনদের একাংশ। পোশাক নিয়ে হামেশাই বিতর্কের মুখে পড়েন নুসরত । তবে এসব মোটেই পাত্তা দেন না তিনি। নুসরতের এই বেডরুমের ছবি দেখতে ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনরা। অভিনেত্রীর এই ছবিতে লাল হৃদয়ের ইমোজি দিয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন যশ দাশগুপ্ত।
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper