অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে নেটদুনিয়ায় বিতর্কের অন্ত নেই। কখনও তাঁর স্বামী কিংবা প্রেমিক আবার কখনও একরত্তি সন্তান ইশানকে নিয়েও বিতর্কের মুখে পড়েছেন তিনি। এমন কি অভিনেত্রীর খোলামেলা পোশাক নিয়েও তৈরি হয়েছে নানান বিতর্ক। এবার আরও একবার পোশাক বিতর্কে জড়ালেন নুসরাত জাহান। শনিবার কমলা ব্রা এবং হালকা সাদা ও নীলের ছোঁয়ায় সুতির লম্বা স্রাগ ও পালাজো পড়ে নেটদুনিয়ায় রীতিমত ঝড় তুলেছেন নুসরাত । সঙ্গে খোলা চুল আর কড়ির কানের দুল। কমলা ব্রা-এর ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে তাঁর বক্ষবিভাজিকাও। রোদের আড়ালে যেন উপচে পড়ছে নায়িকার ভরা যৌবন। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন ‘সামার ভাইবস’। উষ্ণতার এই মেজাজকে একেবারেই ভালো চোখে দেখেন নি নেটিজেনরা। এই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে তুমুল শোরগোল। কমেন্টের বক্সে শুরু হয়েছে নিন্দা। একের পর এক কুরুচিকর মন্তব্যে ভরে উঠেছে এই পোস্ট। পাশাপাশি ধর্মকে ইস্যু করে ও অনেকে আক্রমণ করেছেন নুসরাতকে। এক নেটিজেন লিখেছেন, ‘কী অবস্থা দেশের একজন সাংসদের।’ তো কেউ আবার লিখেছেন, ‘এত জঘন্য ড্রেসিং সেন্স খুব কম মহিলার হয়।’ পাশাপাশি এক মুসলিম নেটিজেন লিখেছেন, ‘একজন মুসলমান হয়ে এই ধরণের পোশাক পরা কখনওই উচিত নয়।’ কেউ লিখেছেন, ‘একজন এমপির গায়ে এই ধরণের পোশাক মোটেই শোভা পায় না।’ এমন কি ‘মুসলিম নামের কলঙ্ক নুসরত’, বলেও লিখতে দেখা গেছে নেটিজেনদের।
EI YUG : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper