Breaking News

Nysa Devgan: হট ক্লিভেজে লাস্যময়ী কাজল কন্যা নাইসা, ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

স্টারকিডদের টিনসেল টাউনে জনপ্রিয়তা সবসময়েই তুঙ্গে। যে করেই হোক বা না করেই হোক পাপারাৎজির চোখ সর্বদাই তাদের দিকেই রয়েছে। তেমনই স্টারকিডদের মধ্যে সর্বদাই সোশ্যাল মিডিয়ার নজরে রয়েছেন অজয়-কাজল কন্যা নাইসা দেবগণ। অভিনয় না করেও কীভাবে শিরোনামে থাকতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত নাইসা । একের পর এক বিতর্কিত বিষয়ে উঠে এসেছে তার নাম। কখনও পোশাক বিতর্ক তো কখনও আবার গোপন প্রেম, সর্বদাই সোশ্যাল মিডিয়ার শিরোনামে থাকেন নাইসা দেবগণ। সম্প্রতি বেবি ডল গায়িকা কণিকা কাপুরের বিয়ের রিসেপশনে লন্ডনে হাজির হয়েছিলেন নাইসা I গোলাপি রঙের স্কিনফিট বডিকনে রিসেপশনে সকলের নজর কেড়েছেন তিনি। নিমেষে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।হট ক্লিভেজে যেন ভরা যৌবন উথলে উঠছে। লাস্যে ভরা শরীরে নাইসাকে দেখে কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।