Breaking News

siliguri: মরফিন সহ গ্রেপ্তার এক পাচারকারী

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, শিলিগুড়ি

siliguri: মরফিন সহ গ্রেপ্তার এক পাচারকারীশিলিগুড়ি লাগোয়া (siliguri) নকশালবাড়িতে মরফিন সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করলো সশস্ত্র সীমা বল একচল্লিশ নম্বর ব্যাটালিয়ন এর জওয়ানরা। জানা গেছে নকশালবাড়ি থানার রথবাড়ি মোড়ে এশিয়ান হাইওয়েতে টহলদারীর সময় অপেক্ষারত এক যুবককে দেখে সন্দেহ হয় জওয়ানদের। তারা যুবককে আটক করে তল্লাশী চালান। তল্লাশীতে যুবকের হেফাজত থেকে উদ্ধার হয় দুশো পাঁচ গ্রাম মরফিন। গ্রেপ্তার করা হয় যুবককে। সূত্র মারফত জানা গেছে ঐ যুবকের নাম সানিভাল শেখ, বাড়ি মালদহ জেলার কালিয়াচক থানা এলাকায়। সে মালদহ থেকে মরফিন নিয়ে আসে ও তা হাতবদল করার জন্য রথবাড়ি মোড়ে অপেক্ষা করতে থাকে। তখনই তাকে আটক করা হয়। ধৃতকে নকশালবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। থানায় ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে শুক্রবার তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।