Breaking News

CoochBehar: দুটি আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার এক

রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, কোচবিহার

CoochBehar: দুটি আগ্নেয়াস্ত্র দশ রাউন্ড তাজা গুলি সহ গ্রেপ্তার এককোচবিহার (CoochBehar) জেলার দিনহাটা থানার অন্তর্গত পেটলা গ্রাম পঞ্চায়েতের রাজাখেড়া গ্রাম থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও দশ রাউন্ড তাজা গুলি সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিশ । জানা গেছে দিনহাটা থানার ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল অপারেশন গ্রুপ গোপন সুত্রে খবর পেয়ে বুধবার রাতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলি সহ ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করে। পুলিশ জানায় দুটি আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি ওয়ান শাটার পিস্তল ও অপরটি উন্নত মানের আধা স্বয়ংক্রিয় পিস্তল। পুলিশ তদন্তের স্বার্থে ধৃতের নাম গোপন রেখেছে। ধৃতের বিরুদ্ধে বে আইনী অস্ত্র মজুত আইনের নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।