পঞ্চায়েত ভোটে (Jalpaiguri)ব্যাপক উত্তেজনা দেখা গেল জলপাইগুড়ি জেলা জুড়ে। (Jalpaiguri)কিছু কিছু বুথে শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া হলেও অধিকাংশ বুথেই রাজনৈতিক দলের সংঘর্ষ কার্য তো লেগেই ছিল।(Jalpaiguri) জলপাইগুড়ি জেলার ধুপগুড়ি র সাঁকুয়াছড়া দুই নং গ্রাম পঞ্চায়েতের ১৫ / ২০৮ বুথে ব্যালট বাক্স গায়েব করা সহ জাতীয় কংগ্রেসের অন্তর সত্তা প্রার্থীসহ পোলিং এজেন্টকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। অভিযোগ, ধুপগুড়ি ব্লকের সাঁকোয়াছড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের চামড়া গুদাম সংলগ্ন এলাকার ভোট গ্রহণ কেন্দ্রে ব্যালট বাক্স গায়েব করার চেষ্টা করে শাসক দল।
পাশাপাশি কংগ্রেসের অন্ত সত্তা প্রার্থী এবং পোলিং এজেন্টকে মারধর করার অভিযোগ আসে। পরবর্তীতে তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় ধুপগুড়ি ব্লকের চামড়া গুদাম এলাকা। পরবর্তীতে ধুপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গার নেতৃত্বে বিরাট পুলিশ ও রেফ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।অন্যদিকে, ধুপগুড়ি ব্লকের মাগুরমারী 1 গ্রাম পঞ্চায়েতের ১৫/ ১১০ নম্বর বুথে বিজেপি সমর্থন করার অভিযোগ তুলে ভোট দিতে বাধা দেয় শাসক দল তৃণমূল কংগ্রেস।
এই খবর সম্প্রচার করতেই তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয়। পাশাপাশি ঝাড় আলতা গ্রাম বুথে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।বানারহাট ব্লকের ১৫/৪৮ নাথুয়া বানিয়াপাড়া চৌরাস্তা হাইস্কুলে ছাপ্পা ভোটের ছবি তুলতে গিয়ে মারাত্মক ভাবে আক্রান্ত হয়েছেন সাংবাদিকরা। ভেঙে ফেলা হয় চিত্র সাংবাদিকদের ক্যামেরা।যদিও শাসকদলের বিরুদ্ধে ওঠা অভিযোগ গুলি অস্বীকার করে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব।