পঞ্চায়েত (Jalpaiguri) নির্বাচনের পর সাধারন মানুষের নিরাপত্তা ও জেলায় শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে জেলা জুড়ে চলছে পুলিশের নাকা চেকিং। পুলিশ সূত্রে জানা গেছে জেলার প্রতিটি থানা এলাকায় বরিষ্ঠ পুলিশ আধিকারিকদের নেতৃত্বে পুলিশ কর্মীরা শুক্রবার থেকে নাকা চেকিং শুরু করেছেন। জেলার বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে যানবাহন দাঁড় করিয়ে তল্লাসী চালানো হচ্ছে। নির্বাচনের পরবর্তী সময়ে যাতে এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানা গেছে।
Jalpaiguri: পঞ্চায়েত নির্বাচনের পর জলপাইগুড়ি জেলা জুড়ে চলছে পুলিশের নাকা চেকিং
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি