বাংলার শিল্পী জগতে আবার নক্ষণপতন। প্রয়াত হলেন বাচিক শিল্পী পার্থ ঘোষ। একসময় পার্থ ঘোষ এবং স্ত্রী গৌরি ঘোষের ‘কর্ণ-কুন্তির সংবাদ’ খুবই জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই সময় কুন্তির ভূমিকায় গৌরি এবং কর্ণের ভূমিকায় পার্থ ফুটিয়ে মন্ত্র মুগ্ধ করে রেখেছিলেন বাঙালিকে। ২০২১ সালের ২৬ আগস্ট মৃত্যু হয় পার্থ ঘোষের স্ত্রী গোরী ঘোষের। আর এবার শনিবার চলে গেলেন পার্থও। মৃত্যুকালীন তার বয়েস হয়েছিল ৮১ বছর। বাচিক শিল্পী পার্থ ঘোষের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।