টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী হলেন পায়েল সরকার। রাজ চক্রবর্তী থেকে শুরু করে সৃজিত মুখার্জ্জী সকলের সাথেই কাজ করেছেন তিনি। তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকমহলেও। ইন্ডাস্ট্রির অন্যতম স্পষ্টবাদী অভিনেত্রী ও তিনি। একাধিক নামিদামি তারকাদের সাথে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে সম্প্রতি নিজের মোহময়ী রূপের জন্যই চর্চায় উঠে এসেছেন পায়েল সরকার।বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়াতে তিনি খুবই সক্রিয়। মিডিয়াতেও চর্চার আলো ঘোরাফেরা করে তাকে নিয়ে। খুব সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত ‘জালবন্দি’, সেই সূত্র ধরে আপাতত মিডিয়াতে হোক কিংবা দর্শকদের মাঝে চর্চাতেই রয়েছেন তিনি। এছাড়াও আসন্ন ‘হ্যালো ৪’এর ডাবিং নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।তবে এবার শুধুমাত্র নিজের কাজের জন্য নয় নায়িকার লুকের জন্যই চর্চা চলছেই। সম্প্রতি এক ফটোশুটের খাতিরেই এমন সাজে দেখা গিয়েছে যে রূপে চোখ ধাঁধিয়ে গেছে নেটনাগরিকদের একাংশের।সম্প্রতি অভিনেত্রী পায়েল সরকারের ভাইরাল হওয়া ছবিতে অভিনেত্রীকে লাল পাড় সাদা শাড়িতে দেখা গিয়েছে। শাড়িতে ছিল এমব্রয়েডারির কাজ। অভিনেত্রী ব্লাউজ ছাড়াই আটপৌরে করে শাড়িটি পরেছিলেন । চুলে কার্লিং করিয়েছিলেন। পাশাপাশি পরেছিলেন ভারী ভারী মানানসই অলংকারও। সাজ পূরণ করার জন্য কপালে লাল টিপ ও সিঁথি ভর্তি সিঁদুরও ছিল। একেবারে ট্র্যাডিশনাল বাঙালি সাজে দেখা গিয়েছে অভিনেত্রীকে।এই সাজে অভিনেত্রীর একাধিক ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। মুগ্ধ হয়েছেন অভিনেত্রীর অনুরাগীদের পাশাপাশি নেটনাগরিকরাও।