অভিনেত্রী পায়েল সরকার টলি পাড়ার একটি প্রতিষ্ঠিত নাম। এই সফল নায়িকার জীবন নেটপাড়ার হট আলোচনার বিষয় I বয়স ৩৬ পেরোলেও তার সৌন্দর্য যেন ঠিকরে বেরোচ্ছে। একাধিক প্রেম থেকে লিভ ইন হলেও ছাদনাতলায় এখনও পৌঁছোনো হয়নি নায়িকার। তবে ভরা যৌবনের নায়িকাকে নিয়ে চর্চার শেষ নেই। পায়েলের জীবনে নতুন কেউ এল, নাকি এখন সিঙ্গল। দিদি রচনার প্রশ্নে কিসের ইঙ্গিত দিলেন নায়িকা, তা নিয়েই উঠছে প্রশ্ন।আগামী শুক্রবার দিদি নম্বর ওয়ানের মঞ্চে আসতে চলেছেন টলি নায়িকা পায়েল সরকার । সম্প্রতি সেই পর্বের প্রোমো প্রকাশ্যে এসেছে জি বাংলার পক্ষ থেকে। ভিডিও শেয়ার করে চ্যানেলের পক্ষ থেকে লেখা হয়েছে, দিদির মঞ্চে জনপ্রিয় অভিনেত্রী পায়েল।প্রোমোতে দেখা যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় পায়েলকে জিজ্ঞাসা করছেন, যে অভিনেত্রী একটার পর একটা রোমান্টিক ছবিতে অভিনয় করেন তবুও তার জীবনে এত বিরহ রেন। এই প্রশ্নের পিছনেও রয়েছে একাধিক কারণ। এই প্রশ্নের মুখে বারংবারই পড়তে হচ্ছে পায়েলকে। তিনি এই প্রশ্নের উত্তরে বারবার একই কথা বলেছেন যে তার জীবনে বিশেষ কোনও মানুষ নেই। তিনি এখনও সিঙ্গল।তবে পায়েলের উত্তর শুনে বেশ ধন্দে পড়ে গিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। যিনি কিনা এত রোমান্টিক ছবি করেন তার জীবনেই এত দুঃখ কেন ? কাউকেই কি পছন্দ হয় না পায়েলের ? সঞ্চালিকার প্রশ্নে হেসে গড়িয়ে পড়েছেন পায়েল। তবে এর কোনও সঠিক উত্তর দেননি।রচনাও থামার পাত্রী নন, অভিনেত্রীর সঙ্গে মজা করে বলেন এগারো বছর কেটে গিয়েছে পায়েলের এই হাসি দেখে, কিন্তু তার মনের মানুষের হদিশ পাওয়া যায়নি। তবে পায়েল কোনওদিনই নিজের মনের মানুষ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। বরাবরই নিজেকে সিঙ্গল বলে দাবি করেছেন।বয়স প্রায় ৪০-এর কোটায়। এখন তিনি সিঙ্গল। তার রূপের জাদুতে বুঁদ আট থেকে অষ্টাদশী। একাধিক ছবি থেকে ওয়েব সিরিজের জনপ্রিয় মুখ টলিউড অভিনেত্রী পায়েল সরকার। নেটদুনিয়াতেও ভীষণ অ্যাক্টিভ নায়িকা। হট অবতারে ভক্তদের ধরে রাখতে হামেশাই ছবি পোস্ট করে থাকেন তিনি।ছাপোষা বাঙালি থেকে বোল্ড লুক, সবেতই বাজিমাত পায়েলের। কেরিয়ারের শুরুতে ‘আই লাভ ইউ’ ছবিতে দেবের বিপরীতে অভিনয় করে সকলের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর একের পর এক ছবিতে তার অভিনয় নজর কাড়ে।রচনা পায়েলকে আরও বলেন তার মা বাবা বিয়ে নিয়ে তাকে কিছু বলেন না। এর উত্তরে পায়েল বলেন, মা ও বাবা ভীষণ কুল, এবার সেটা হাল ছেড়ে দেওয়ার কারণে কিনা জানি না, উত্তর দিয়েও ফের হাসতে শুরু করেন পায়েল। তবে কি পায়েলের হাসির মধ্যেই উত্তর লুকিয়ে রয়েছে কোনো উত্তর? সোশ্যাল মিডিয়াতে সেটা নিয়ে শুরু হয়েছে জল্পনা I
Tags Payel Sarkar