ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার পৌঁছেছেন ত্রিপুরার রাজধানী আগরতলায়। সেখানে তারা ত্রিপুরা প্রদেশ তৃণমূল আয়োজিত এক পদযাত্রা ও জনসভায় অংশ গ্রহন করেন। পদযাত্রা ও জনসভায় সাধারন মানুষের ঢল দেখে আপ্লুত হয়ে পড়েন তারা। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ত্রিপুরাকে পিছিয়ে দিয়েছে বামপন্থী ও বিজেপি শাসন। উন্নয়ন এর জন্য রাজ্যে পরিবর্তন আনা প্রয়োজন। তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে রাজ্যার বিজেপি সরকারের সমালোচনায় মুখর হয়ে ত্রিপুরা বাসীকে আবেদন জানান এবার রাজ্য থেকে ডাবল ইঞ্জিন সরকারকে উৎখাত করে রাজ্যের সঠিক উন্নয়ন এর লক্ষ্যে তৃণমূল এর সরকার গঠন করতে। তিনি আরও বলেন একমাত্র তৃণমূল সরকার ই ত্রিপুরা বাসীর উন্নয়ন ঘটাতে পারবে।
Mamata Banerjee Tripura: ত্রিপুরায় মমতা বন্দোপাধ্যায় এর পদযাত্রা ও জনসভায় মানুষের ঢল
রিপোর্ট : বিশেষ সংবাদদাতা, এই যুগ, আগরতলা ,ত্রিপুরা