মালদহ জেলা পুলিশের চাঁচল ও পুখুরিয়া থানার (MALDA) উদ্যোগে শনিবার থানা প্রাঙ্গনে আয়োজিত হয় শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির। শিবিরে দুই থানার আধিকারিকগন শিশুশ্রম ও বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করেন। সমাজ থেকে এই দুই অভিশপ্ত প্রথা দূর করতে কি কি করণীয় সে বিষয়ে বক্তব্য রেখে সকলকে সচেতনতার বার্তা দিয়ে এই প্রথা দুটি সমাজ থেকে উচ্ছেদ করার আহবান জানান পুলিশ আধিকারিকগন। শিবিরে উপস্থিত স্কুল পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হয় শিক্ষা সরঞ্জাম। পুলিশ সূত্রে জানানো হয় কমিউনিটি পূলিশিং কর্মসূচির অঙ্গ হিসাবে এই উদ্যোগ।
MALDA: শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা শিবির পুলিশের
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper