পাঁচশ দশ প্যাকেট নিষিদ্ধ বাজি সহ এক ব্যক্তিকে আটক করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কর্মীরা। নিষিদ্ধ বাজি কেনা বেচার বিরুদ্ধে পুলিশ কর্মীদের লাগাতার অভিযান চলছে। কালীপুজোর আগে এই অভিযানে নিউ জলপাইগুড়ি এলাকার কালাহাটি বাজার থেকে ঐ ব্যক্তিকে আটক করা হয়। তার থেকে উদ্ধার হয় পাঁচশো দশ প্যাকেট নিষিদ্ধ বাজি। পুলিশের অনুমান আটক ব্যক্তি ব্যবসার জন্যে এত পরিমান বাজি নিয়ে যাচ্ছিলো। জানা গেছে আটক ব্যক্তির নাম দিলীপ সাহা, বাড়ি কোচবিহার জেলার বক্সিরহাট থানার অন্তর্গত ঘুনাপাড়া এলাকায়। পুলিশ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করে ঘটনার তদন্ত শুরু করেছে।
Jalpaiguri: নিষিদ্ধ বাজি সহ এক ব্যক্তিকে আটক করলো নিউ জলপাইগুড়ি থানার পুলিশ কর্মীরা
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, জলপাইগুড়ি