মালদহ জেলা পুলিশ (selfie) মালদহ শহরে পুজো উপলক্ষ্যে স্থাপিত পুলিশ সহায়তা কেন্দ্রগুলির পাশে সেলফি জোন বসিয়ে সাধারন মানুষের সাথে সংযোগ সাধনের ব্যবস্থা আরও সহজ করেছে। পুলিশ সূত্রে জানা গেছে সেলফি জোন গুলি সাধারন মানুষের জন্য একটি বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করেছে যা সাধারন মানুষকে পুলিশের সাথে ইতিবাচক যোগাযোগ স্থাপনে সহায়ক হয়েছে। সহায়তা কেন্দ্রে কর্তব্যরত পুলিশ কর্মীরা সাধারন মানুষের যে কোনো প্রশ্ন বা উদ্বেগের সমাধানের জন্য প্রস্তুত আছেন। এর ফলে সাধারন মানুষ দ্রুত সহায়তা পেতে পারবেন যা সাধারন মানুষের কাছে পুলিশকে আরও সহজলভ্য ও আকর্ষণীয় করে তুলেছে।
Selfie: পুলিশ সহায়তা কেন্দ্রের পাশে সেল্ফি জোন স্থাপন করে সাধারন মানুষের আরও কাছাকাছি পুলিশ
রিপোর্ট : নিজস্ব সংবাদদাতা , এই যুগ, মালদহ