পুনম পান্ডে নিজের বোল্ড ভিডিও এবং ছবির জন্য সব সময় চর্চার শিরোনামে থাকেন। বলিউড তারকা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঞ্চালিত রিয়ালিটি শোতে তার জীবনের অনেক গোপন তথ্য জানা গিয়েছে। তা নিয়ে অনেক আলোচনা ও বিতর্ক ইতিমধ্যেই হয়ে গেছে। এক প্রকার বলা যায় পুনম পান্ডে সব সময় কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে থাকেন। এবারের কাণ্ডটা কোন অংশে কম নয়।কিছুদিন আগে পুনম পান্ডেকে ফল বাজারে দেখা গিয়েছিল। ছবি শিকারীদের ক্যামেরা তাকে ফলের দোকানে ঘিরে ফেলে। মিডিয়া এবং ক্যামেরা দেখে পুনম একটি আম তুলে এমন পোজ দেন যা সব নির্লজ্জতার সীমা অতিক্রম করে। তিনি শুধু এইটুকু করেই ক্ষান্ত হননি তারপরে গাড়িতে বসে নিজের প্রিয় ফল কী? প্রশ্নের উত্তর দেওয়ার সময় সেক্সি ভাবে এমন উত্তর দেয় যা দেখে সকলেই হতবাক। এমনকি তিনি নিজেও হেসে ফেলেন। সেই ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। ইনস্টাগ্রামে এই ভিডিওটি ইতিমধ্যে ৩৫ লক্ষ্যের বেশি মানুষ দেখেছেন। ১ লক্ষ্যের উপরে সোশ্যাল মিডিয়া ইউজার লাইক করেছে।একাংশের মানুষ এর নিন্দাও করেছেন। তাদের মতে সকল নির্লজ্জতার সীমা অতিক্রম করেছে পুনম পান্ডে। কারণ সোশ্যাল মিডিয়াতে অনেক বাচ্চারাও ভিডিও দেখেন I শিশুদের জন্যে তার এই ভিডিও কোন ভাবেই ঠিক নয়। অনেকে কটাক্ষ করে এও বলেছেন এরকম পোশাক পরে বাজারে ফল আনতে এই যেতে পারে।আসল কথা পুনম পান্ডের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে I
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper