শনিবার , সেপ্টেম্বর 21 2024
Breaking News

Alipurduar: প্রত্যন্ত এলাকার পানীয় জল সমস্যা সমাধানে উদ্যোগী পঞ্চায়েত সমিতির সভাপতি

রিপোর্ট : সুকুমার রঞ্জন সরকার , এই যুগ, আলিপুরদুয়ার

আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের (Alipurduar)নিউল্যান্ডস চা বাগানের উপর লাইন, নীচ লাইন, নিউল্যান্ডস বন বস্তি সহ বন দপ্তরের নিউল্যান্ডস বিট অফিস লাগোয়া এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন(Alipurduar)। গরমকাল পড়তেই কুয়ো বা টিউব কলে জল পাওয়া হয়ে পড়ে দুষ্কর (Alipurduar)।Alipurduar: প্রত্যন্ত এলাকার পানীয় জল সমস্যা সমাধানে উদ্যোগী পঞ্চায়েত সমিতির সভাপতি

এর মূল কারন ভুগর্ভস্থ জল স্তর নীচে নেমে যাওয়া। স্থানীয় বাসিন্দারা জানান গরমকালে তাদের এলাকায় পানীয় জলের প্রচন্ড সংকট দেখা দেয়। এলাকাবাসীর পানীয় জলের সমস্যা দূর করতে উদ্যোগী হলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি মঞ্জিলা লামা। তিনি বুধবার ঐ এলাকায় যান। বাসিন্দাদের সাথে কথা বলে পানীয় জল প্রকল্প স্থাপনের জন্য একটি স্থান নির্ধারণ করে তিনি জানান কুমারগ্রাম পঞ্চায়েত সমিতি ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহায়তায় পানীয় জল প্রকল্পটি বাস্তবায়িত হবে। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার পানীয় জলের সমস্যা দূর হবে। সভাপতির এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।