Breaking News

Radhika Apte: স্তন থেকে শরীর বদলানোর জন্য সার্জারির তীব্র প্রতিবাদ রাধিকা আপ্তের

বি-টাউনের প্রথমসারির অভিনেত্রীর মধ্যে নিঃসন্দেহে বলা যায় রাধিকা আপ্তের নাম। ডি-গ্ল্যাম লুকের বাইরেও সাহসী অভিনেত্রী হিসেবেও যথেষ্ঠ নামডাক রয়েছে রাধিকার। বরাবরই ভিন্ন ধরনের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন অভিনেত্রী।
বলিউডেই সীমাবদ্ধ নেই তিনি। দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক ময়দানেও রীতিমতো জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন রাধিকা আপ্তে।সম্প্রতি তিনি প্লাস্টিক সার্জারি করে শরীরের বিভিন্ন অংশ বদলে ফেলা বিশেষত স্তনের আকার বদলানোর তীব্র প্রতিবাদ করেন Iসার্জারি নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন নায়িকা।প্রসঙ্গত ‘পার্চড’ ছবিতে রাধিকাকে পুরো নগ্ন অবস্থায় আদিল হুসেনের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে দেখেই বয়কটের ডাক উঠেছিল। কিন্তু হাজারো বিতর্কের ঝড় উঠলেও পিছু হঠেনি রাধিকা আপ্তে।রাধিকার মতে, পেশাগত জীবনের আসল চ্যালেঞ্জ হল প্রত্যাখ্যানের ধাক্কা সামলে নিতে শেখা, আর সেটা তিনি শিখে গেছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।