ঋণের বোঝা থেকে উদ্ধার পেতে লুট করার পরিকল্পনা করেছিলেন গুজরাটের দুই শ্রমিক। পুলিশ সূত্রে জানা গেছে তাদের উদ্দেশ্য সফল হয়নি। অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।গুজরাটে দুই শ্রমিক ট্রেন লাইনচ্যুত করে যাত্রীদের লুটপাট করার পরিকল্পনা করেছিলেন। অভিযুক্ত দুই শ্রমিকের নাম রমেশ কাঞ্জি সালিয়া এবং জয়েশ নাগরভাই বাওয়ালিয়া। গত ২৫শে সেপ্টেম্বর বোতার শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে কুণ্ডলি গ্রামে ওখা ভাবনগর এক্সপ্রেস লাইনচ্যুত করার চেষ্টা করেন তারা। লাইনের উপর লোহার টুকরো রেখে দিয়েছিলেন। লোহার টুকরোতে ধাক্কা লাগলেও ট্রেনের তেমন ক্ষতি হয়নি। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে ইউটিউব দেখে ট্রেন বেলাইন করার বিষয়টি তাদের মাথায় আসে। ঋণ মেটাতেই তারা ট্রেন যাত্রীদের লুট করার পরিকল্পনা করেছিলেন। অভিযুক্ত শ্রমিকদের বিরুদ্ধে রেলওয়ে মেরামতি কারখানা থেকে রেলের বিভিন্ন টুকরো চুরির অভিযোগ উঠেছে।
Rail: ট্রেন লাইনচ্যুত করে যাত্রীদের লুটের ছক বানচাল করল পুলিশ
রিপোর্ট : বেবি চক্রবর্ত্তী, এই যুগ,