ভারতের বলিউড ও টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী রাইমা সেন যেন নেটদুনিয়ার হট সেনসেশন। ২০ বছরেরও বেশি সময় কেটে গিয়েছে তার অভিনয় জগতে। সিনেমার চ্যালেঞ্জিং চরিত্রের মতোই বাস্তব জীবনেও সাহসীকতার ছাপ রেখেছেন রাইমা। উন্মুক্ত বক্ষই হোক কিংবা ব্যাকলেস সবেতেই নেটদুনিয়ায় কাঁপাচ্ছেন সুচিত্রা সেনের নাতনি তথা মুনমুন কন্যা রাইমা সেন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সাহসী অবতারে নিজেকে মেলে ধরেছেন রাইমা সেন। অভিনেত্রীর সেই ডি গ্ল্যাম লুকে ঘায়েল হয়েছে সাইবারবাসী। ছবি মুহূর্তে ভাইরাল হয়েছে সোশ্যালমিডিয়াতে। অভিনেত্রী যে মোটেই নিন্দুকদের চোখরাঙানি পাত্তা দিতে রাজি নন, তা তার সোশ্যাল মিডিয়াতেই স্পষ্ট। সর্বদাই বোল্ড অবতারে নেটিজেনদের রাতের ঘুম কেড়ে নেন রাইমা। ফের হট ছবি শেয়ার করে উত্তেজনা বাড়িয়েছেন রাইমা সেন। বোল্ড পোশাকে মুহূর্তে যেন ভক্তদের হৃদয়ে ধুকপুকানি বাড়িয়ে দিলেন রাইমা। কালো রঙের লো নেক স্পষ্ট বক্ষের খাঁজ। ছিমছাম সাজেই ভক্তদের হৃদয়ে ঝড় তুললেন রাইমা সেন।এবার যেন একটু বেশি খোলামেলা নায়িকা। বোতাম খোলা শার্টের ভিতর দিয়ে উঁকি মারছে ক্লিভেজ। সাহসীকতার সব সীমা পার করে বোল্ড লুকে ধরা দিলেন রাইমা। অনাবৃত উরুতে পা তুলে বসে ছবিতে হট পোজে ভক্তদের পাগল করে তুলেছেন রাইমা। মা ও দিদার জনপ্রিয়তাতে নয়,বরং নিজের যোগ্যতাতেই টলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছেন রাইমা সেন। দর্শকদের মাতিয়ে রাখতে জুড়ি মেলা ভার অভিনেত্রীর। ভরা শ্রাবণ মাসে গরম পড়তেই উষ্ণতার পারদ দ্বিগুণ চড়ালেন টলি অভিনেত্রী রাইমা সেন। বয়স ৪২ হলেও ছবি দেখে তা বোঝা কঠিন। প্রতিটি ছবিতেই রীতিমতো আগুন জ্বালিয়ে দেন বঙ্গতনয়া রাইমা সেন। অভিনয়ের চেয়ে বোল্ড লুকেই বেশি জনপ্রিয় রাইমা। শরীরী আবেদনে ভক্তদের হৃদয়ে ঝড় তুলতেও সিদ্ধহস্ত মুনমুন কন্যা। তার ছবি এখন সোশ্যাল মিডিয়ার অন্যতম আলোচনার বিষয় I
Tags Raima Sen
Ei Yug : Read Latest Bengali News, Bangla News, Bengali news, News in Bangla, Breaking News in Bangla , Newspaper ,Bengali Newspaper