দিন কয়েক আগেই বাংলার অভিনেতা যশ বলিউডে দিব্যা খোশলা কুমারের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছেন। সৃজিত মুখোপাধ্যায় বলিউডে এখন পরপর কাজ করে যাচ্ছেন। রুক্মিণী মৈত্র কয়েকদিন আগেই বিদ্যুৎ জামালের সঙ্গে সনক ছবিতে অভিনয় করলেন। আবিরের হিন্দি ওয়েব সিরিজ অবরোধ ২ মুক্তি পেয়েছে কিছুদিন আগে। পরম এবং শাশ্বত- এর বেশ কয়েক বছর আগেই বলিউডে হাতে খড়ি হয়ে গেছে। এবার পালা রাজ চক্রবর্তীর। তার সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘না এখনই কিছু হচ্ছে না। আমি যখন তেমন কিছু করব সবাই জানতে পারবে।’ সুত্র মারফত জানা গিয়েছে টলিউড পেরিয়ে সোজা বলিউডে পা বাড়িয়েছেন রাজ্যের বিধায়ক ও অনেক বাণিজ্য সফল ছবির পরিচালক রাজ। আর চমক শুধু সেইখানেই শেষ নয়। শোনা যাচ্ছে প্রথম কাজেই জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীর সঙ্গে কাজ করবেন রাজ। তবে সিনেমা নয়, একটি ওয়েব সিরিজের পরিচালনা করবেন রাজ। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারের একটি ওয়েবসিরিজ পরিচালনা করবেন তিনি। নিঃসন্দেহে এটা বাংলা চলচ্চিত্র প্রেমীদের জন্য একটা দারুন সুখবর। শোনা যাচ্ছে আগামী বছর জানুয়ারি থেকে নতুন এই ওয়েবসিরিজটির শ্যুটিং শুরু হবে। যদিও এই প্রসঙ্গে রাজ নিজে কিছু জানাননি। তিনি বলেছেন যে তিনি পরে বিস্তারিত ভাবে জানাবেন। সেই জন্য ধৈর্য্য ধরতে হবে।তবে তার বলিউড যাত্রা যে নিশ্চিত সেই বিষয়ে রাজ চক্রবর্তী বলেছেন, ‘হ্যাঁ বলিউডে কাজ করার স্বপ্ন রয়েছে। আর কে না চায় বলিউডে কাজ করতে । সেটা হবে এটাই বলতে পারব বাকিটা সকলে জানতে পারবেন সময়ে। রাজের পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘হাবজি গাবজি’। রাজের সেই ছবি দর্শকদের প্রশংসা পেয়েছে Iবাংলার রাজ ভক্তরা তার এই নতুন কাজের জন্য যে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে সেটা আর বলার অপেক্ষা রাখে না I